জলপাইগুড়ির দিনবাজার থেকে শুরু করে স্টেশন বাজার, বয়েলখানা বাজার কিংবা ইন্দিরা কলোনি বাজার সব বাজারেই কমবেশি একই দর। আলু কেজি প্রতি বিকোচ্ছে ৩৫-৪০ টাকা, ফুলকপি ৬০-৭০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, টমেটো ৬০ টাকা, বেগুন ৫০ টাকা। সবজি কিনতেই হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সবজির পাশাপাশি পাল্লা দিয়ে দর বেড়েছে ফল ও মাছ মাংসেরও। কলা ৪টে ২৫-৩০ টাকা, নাশপাতি, বেদানা সহ অন্যান্য ফলের দাম সেঞ্চুরি পার। অন্যদিকে, রুপোলি শস্য ইলিশ বিকোচ্ছে ১৭০০- ১৮০০ টাকা কেজি দরে, অন্যান্য মাছের দামও বেশ চড়া। খাসির মাংস বিকোচ্ছে ৯০০/৮০০ টাকা কেজি দরে। মুরগির মাংসের দাম ২০০ টাকা।
advertisement
রবিবার আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ ক্রেতদের একাংশের।এদিন বাজার করতে আসা কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ভাইফোঁটার মেনুতে বাধ্য হয়েই কাটছাঁটকরতে হচ্ছে। বাজারের সব কিছুর দাম অত্যন্ত বেশি। তাই পকেট খালি মাসের প্রথমেই। বিক্রেতাদের কথায়,বর্ষায় বহু ফসল নষ্ট হয়েছে এরই সঙ্গে সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় ডানার তাণ্ডবেও জলের তলায় তলিয়ে গিয়েছে বহু জমি। নষ্ট হয়েছে অনেক ফসল। সেকারণেই চড়চড়িয়ে বাড়ছে সবজি ফলের দাম।
সুরজিৎ দে