TRENDING:

Bhai Phonta Market Price: ভাইয়ের পাতে পাঁঠা-ইলিশ সবই দেবেন, রেস্ত কত নিয়ে সকালে বাজারে যাবেন রইল হিসেব

Last Updated:

Bhai Phonta Market Price: ভাইফোঁটার আগে চড়া দাম সবজি থেকে মাছ মাংস! মেনু কাটছাঁটএর আগে জানুন দাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: ভাইফোঁটার আগে হাত পুড়ছে মধ্যবিত্ত বাঙালীর! পুজোর মরশুম জুড়েই অগ্নিমূল্য জলপাইগুড়ির বাজার। দুর্গাপুজো, লক্ষ্মীপূজো পেরোনোর পর কালীপুজো আর ভাইফোঁটা রয়েছে প্রায় একই সঙ্গে। রবিবার ভাইফোঁটা। কিন্তু ভাইদের পাতে পড়বে কী? লম্বা চওড়া মেনুতে অগত্যা কাটছাট করতে হচ্ছে মধ্যবিত্ত বাঙালির।কেমন দর রয়েছে জলপাইগুড়িতে জেনে নিন।
advertisement

জলপাইগুড়ির দিনবাজার থেকে শুরু করে স্টেশন বাজার, বয়েলখানা বাজার কিংবা ইন্দিরা কলোনি বাজার সব বাজারেই কমবেশি একই দর। আলু কেজি প্রতি বিকোচ্ছে ৩৫-৪০ টাকা, ফুলকপি ৬০-৭০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, টমেটো ৬০ টাকা, বেগুন ৫০ টাকা। সবজি কিনতেই হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সবজির পাশাপাশি পাল্লা দিয়ে দর বেড়েছে ফল ও মাছ মাংসেরও। কলা ৪টে ২৫-৩০ টাকা, নাশপাতি, বেদানা সহ অন্যান্য ফলের দাম সেঞ্চুরি পার। অন্যদিকে, রুপোলি শস্য ইলিশ বিকোচ্ছে ১৭০০- ১৮০০ টাকা কেজি দরে, অন্যান্য মাছের দামও বেশ চড়া। খাসির মাংস বিকোচ্ছে ৯০০/৮০০ টাকা কেজি দরে। মুরগির মাংসের দাম ২০০ টাকা।

advertisement

আরও পড়ুন –Guava Eating Benefit: সস্তার পেয়ারা নাকি দামী আপেলকে বলে বলে গোল দেয়! বড় ভুল জেনে বসে আছেন, আর ফল খান সঠিক সময়ে

রবিবার আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ ক্রেতদের একাংশের।এদিন বাজার করতে আসা কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ভাইফোঁটার মেনুতে বাধ্য হয়েই কাটছাঁটকরতে হচ্ছে। বাজারের সব কিছুর দাম অত্যন্ত বেশি। তাই পকেট খালি মাসের প্রথমেই। বিক্রেতাদের কথায়,বর্ষায় বহু ফসল নষ্ট হয়েছে এরই সঙ্গে সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় ডানার তাণ্ডবেও জলের তলায় তলিয়ে গিয়েছে বহু জমি। নষ্ট হয়েছে অনেক ফসল। সেকারণেই চড়চড়িয়ে বাড়ছে সবজি ফলের দাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bhai Phonta Market Price: ভাইয়ের পাতে পাঁঠা-ইলিশ সবই দেবেন, রেস্ত কত নিয়ে সকালে বাজারে যাবেন রইল হিসেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল