তবে পান পাতা মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উপকারী তা জানেন না অনেকেই। পান পাতা তামাকজাত দ্রব্য ছাড়া খেলে স্বাস্থ্যের জন্য ব্যাপক উপকারী। শারীরিক একাধিক ঝুঁকিপূর্ণ রোগ প্রতিরোধে সহায়ক এই পান পাতা। তবে বর্তমানে শুধুই বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে খাবার পাতে সাজানোর মত জায়গায় এবং পুজোর ক্ষেত্রে এই পান পাতার চাহিদা লক্ষ্য করা যায়। চিকিৎসকদের মতে এই পান পাতা শরীরের একাধিক রোগ নির্ণয়ে সহায়ক।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আরও পড়ুন: ভারী বৃষ্টির দিন শুরু, ভাসবে ৫ জেলা! আবহাওয়ার খবর জানুন, সতর্ক হোন
জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী জানান,”পান পাতার বিকল্প কোনদিনই গুটখা বা তামাকজাত দ্রব্য হতে পারে না। পান পাতা সম্পূর্ণরূপে জৈবিক উদ্ভিদ। এই পান পাতা হজমশক্তি বাড়ানো থেকে শুরু করে শ্বাসকষ্টের সমস্যা সমাধানে সহায়ক হয়।” মালদহ জেলার হবিবপুর, বামনগোলা সহ একাধিক ব্লক এলাকায় ব্যাপক পরিমাণে পান চাষ হয়। তবে বর্তমানে গুটকা পান মশলা দাপটে এই জৈবিক পান পাতার চাহিদা কমেছে। যার ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে পান চাষিদের।
জিএম মোমিন





