আরও পড়ুন: তসরের উপর ছবি আঁকতে দেখেছেন কাউকে? এই শিল্পীর কাণ্ড শুনলে বিস্মিত হবেন
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের আয়োজিত মেলায় বেত, বাঁশ দিয়ে গড়ে তোলা হচ্ছে মাথা ত্রিপুরেশ্বরীর মন্দির। চলতি বছরের ‘গান্ধি শিল্প বাজার’-এর অন্যতম আকর্ষণ এটি। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের হস্তশিল্পের সেরা জিনিসগুলোর প্রদর্শনের পাশাপাশি বিক্রির জন্য প্রত্যেক বছর গান্ধি শিল্প বাজারের আয়োজন করা হয়। চলতি বছর এই মেলার আয়োজকের দায়িত্বে আছে ত্রিপুরা সরকারের হস্তশিল্প দফতর।
advertisement
মেলায় বিখ্যাত বেত শিল্প তুলে ধরেছেন ত্রিপুরার শিল্পীরা। এছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীরের থেকেও হস্তশিল্পীরা এখানে এসেছেন। পশ্চিমবঙ্গের মোট ২৭ জন শিল্পী এই মেলায় তাঁদের তৈরি জিনিস নিয়ে এসেছেন। ১৯৯৩ সাল থেকে বাঁশ-বেতের কাজ করে আসছেন ত্রিপুরার শিল্পী বিনা রায়। এই কাজের উপরেই ভর করে তাঁদের সংসার চলে। বাঁশ এবং বেতের নিখুঁত কাজ করে তিনি তৈরি করেছেন মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির। মন্দিরে দেখা মিলবে ত্রিপুরেশ্বরী মায়েরও। নিজের হাতে তৈরি বেতের এই শিল্প নিয়ে শিল্পী বীণা রায় বলেন, বেতের কাজের জন্য ত্রিপুরা বিখ্যাত। বেত দিয়েই তৈরি করা হয়েছে মায়ের মূর্তি ও মন্দির। বেতের এই মন্দিরের দাম দু’হাজার টাকা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শিলিগুড়ি সেবক রোডে পায়েল সিনেমা হল প্রাঙ্গণে এই মেলা চলছে। মেলা চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত। সেখানে হস্তশিল্পের মোট ৬০ টি স্টল আছে। ত্রিপুরা থেকে ২০ টি স্টল এসেছে। ত্রিপুরা সরকারের হ্যান্ডলুম দফতরের ইনস্পেকটর কুণাল নাথের বক্তব্য, মেলায় ক্রেতারা ন্যায্যমূল্যে হস্তশিল্পের এই জিনিসগুলো কিনতে পারবেন।
অনির্বাণ রায়