আরও পড়ুন: ভোটে দেদার কালো টাকার ব্যবহার, দক্ষিণ মালদহের চার বিধানসভা কমিশনের নজরে
এখন উচ্চপদস্থ পুলিশ অফিসারদের বাংলো থেকে শুরু করে বিচারপতিদের আবাসনকে ঘিরে এ এক অন্য রেসকোর্স। এলাকার উচ্চশিক্ষিত যুবক নীলের হাত ধরেই যেন কিছুটা পুরনো সেই স্মৃতি ফিরে এসেছে এই এলাকায়। দেশ স্বাধীন হওয়ার পর বিদায় নিয়েছিল ঘোড়ার পিঠে চড়া ইংরেজ সাহেবেরা। এবার সেই ইংরেজদের দেশে কর্মসূত্রে বেশ কয়েকটি বছর কাটিয়ে সেই স্মৃতিকে জলপাইগুড়িতে ফিরিয়ে আনল লন্ডন ফেরত জলপাইগুড়ির ভূমিপুত্র নীল । যে এলাকায় ইংরেজ সাহেবদের ঘোড়ার পিঠে চেপে ঘুরে বেড়ানোর গল্প শুনেছিল একদিন। আজ সেই রেসকোর্স পাড়ার অলিগলিতে নিজেই ঘোড়ার পিঠে চেপে ছুটছে নীল। একদিকে শখ, অপরদিকে এ যেন এক নিস্তব্ধ প্রতিবাদ ২০০ বছরের সেই ইংরেজ শাসনকালের প্রতি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সময়ের পরিবর্তনে ঘোড় সওয়ার হারিয়ে গিয়েছিল। আজ শুধুমাত্র শখের বশে জলপাইগুড়ি শহরে ফিরে এসেছে। ঘোড়ার পিঠে চড়ে চোখে চশমা, মাথায় টুপি পরে এলাকায় টগবগ করে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর সঙ্গে কেউ কেউ সেলফি তুলছেন। প্রবীণদের চোখে ভেসে উঠছে দেড়শো বছর আগের সেই স্মৃতি।
সুরজিৎ দে