আরও পড়ুন: হাতির হানায় শীতে চলে গেল মাথা গোঁজার ঠাঁই
গত ২৬ জানুয়ারি রাতে আচমকাই পথ দুর্ঘটনার শিকার হন তুহিনাংশু সরকার। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যে প্রচুর অর্থ খরচ হয়ে গিয়েছে। পারিবারিক আর্থিক পরিস্থিতি ভাল নয়। তাই তুহিনাংশুর চিকিৎসার খরচ জোগাড় করতে এগিয়ে এসেছেন তাঁর বন্ধুরা। রাস্তায় রাস্তায় গান গেয়ে সাহায্যের আর্জি জানানো জানাচ্ছেন। একদল তরুণ-তরুণী এভাবেই নিজের বন্ধুর প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছেন। তাঁদের আবেদনে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়েও দিচ্ছেন অনেকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কোচবিহারে শহরের বিভিন্ন মোড়ে গিটার বাজিয়ে গান গাইছেন সাতাশ-আঠাশের কয়েকজন তরুণ-তরুণী। তাঁদের গান শুনতে পথ চলতি অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। ভিড় জমে যাচ্ছে মুহূর্তের মধ্যে। আহত গায়কের বন্ধু অভিরূপ ভট্টাচার্য বলেন, জনপ্রিয় গিটার বাদক ও গায়ক তুহিনাংশু সরকার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার। তাই এইভাবে পথে গান গেয়ে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দলের আরেকজন অস্মিতা ভট্টাচার্য জানান, সন্ধেয় রাস্তায় বেরিয়ে অনেকেই মোড়ে দাঁড়িয়ে তাঁদের গান শুনছেন। শুধু গান শুনছেন তাই না বহু মানুষ চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এটা তাদের এক পরমপ্রাপ্তি বলে জানান অস্মিতা।
সার্থক পণ্ডিত





