TRENDING:

Bengali Video: গায়কের প্রাণ বাঁচাতে গানের আশ্রয়ে বন্ধুরা! পথে ঘুরে ঘুরে চলছে চিকিৎসার খরচ জোগাড়

Last Updated:

গত ২৬ জানুয়ারি রাতে আচমকাই পথ দুর্ঘটনার শিকার হন তুহিনাংশু সরকার। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: তরতাজা যুবক তুহিনাংশু। তাঁর সুর ও গানে মুগ্ধ কোচবিহারের বহু মানুষ। কিন্তু আকস্মিক দুর্ঘটনায় পড়ে তিনি এই মুহূর্তে হাসপাতালে শয্যাশায়ী। বেসরকারি হাসপাতালের চিকিৎসার খরচ প্রচুর। এদিকে তুহিনাংশুর পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। আর তাই এই গায়কের চিকিৎসার খরচ জোগাড় করতে গানেরই আশ্রয় নিয়েছেন তাঁর বন্ধুরা। রাস্তায় গান গেয়ে বন্ধুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছেন তাঁরা।
advertisement

আরও পড়ুন: হাতির হানায় শীতে চলে গেল মাথা গোঁজার ঠাঁই

গত ২৬ জানুয়ারি রাতে আচমকাই পথ দুর্ঘটনার শিকার হন তুহিনাংশু সরকার। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যে প্রচুর অর্থ খরচ হয়ে গিয়েছে। পারিবারিক আর্থিক পরিস্থিতি ভাল নয়। তাই তুহিনাংশুর চিকিৎসার খরচ জোগাড় করতে এগিয়ে এসেছেন তাঁর বন্ধুরা। রাস্তায় রাস্তায় গান গেয়ে সাহায্যের আর্জি জানানো জানাচ্ছেন। একদল তরুণ-তরুণী এভাবেই নিজের বন্ধুর প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছেন। তাঁদের আবেদনে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়েও দিচ্ছেন অনেকে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কোচবিহারে শহরের বিভিন্ন মোড়ে গিটার বাজিয়ে গান গাইছেন সাতাশ-আঠাশের কয়েকজন তরুণ-তরুণী। তাঁদের গান শুনতে পথ চলতি অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। ভিড় জমে যাচ্ছে মুহূর্তের মধ্যে। আহত গায়কের বন্ধু অভিরূপ ভট্টাচার্য বলেন, জনপ্রিয় গিটার বাদক ও গায়ক তুহিনাংশু সরকার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার। তাই এইভাবে পথে গান গেয়ে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দলের আরেকজন অস্মিতা ভট্টাচার্য জানান, সন্ধেয় রাস্তায় বেরিয়ে অনেকেই মোড়ে দাঁড়িয়ে তাঁদের গান শুনছেন। শুধু গান শুনছেন তাই না বহু মানুষ চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এটা তাদের এক পরমপ্রাপ্তি বলে জানান অস্মিতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আরও কাছে এল ঘূর্ণিঝড় 'মন্থা', উত্তাল দিঘার সমুদ্র সৈকত, প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali Video: গায়কের প্রাণ বাঁচাতে গানের আশ্রয়ে বন্ধুরা! পথে ঘুরে ঘুরে চলছে চিকিৎসার খরচ জোগাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল