আরও পড়ুন: গৌড় সাম্রাজ্যের ছোঁয়া, ফুট ব্রিজে ওয়েটিং রুম! অমৃত ভারতের ‘জাদুকাঠি’ মালদহ টাউন স্টেশনে
বকুলবাগান রঙ্গমঞ্চ নাট্য সংস্থা খেটে খাওয়া মানুষদের কথা তুলে ধরেন তাঁদের নাটকে। এবারে শ্রমিক সন্তানদের বাল্যবিবাহ সম্পর্কে অবগত করতে হয়েছে নাটকের আয়োজন। প্রতিদিন বিকেলে মধু চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের দেখা যায় নাটকের মহড়ায় অংশগ্রহণ করতে।
advertisement
এই নাটকের মধ্য দিয়ে চা শ্রমিকদের জীবন যন্ত্রণার ছবি ফুটে উঠছে। শ্রমিক মহল্লার কিশোরীদের ঠিক কতটা দুরবস্থা সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কম বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কী কী সমস্যা হতে পারে সেটিও নাটকের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এই নাটকের নাম জাদুগরী।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বকুলবাগান রঙ্গমঞ্চ নাট্য সংস্থার কর্ণধার রুম্পা গুঁই জানান, শ্রমিক মহল্লার চাপা আর্তনাদ কেউ বোঝে না। তাঁদের মনের কথা নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমরা। দুটি নাটকেই অংশগ্রহন করেছে মধু চা বাগানের শ্রমিকরা। আয়জক সংগঠনের সদস্যরা ছাড়াও এলাকার সকল জনপ্রতিনিধিরা উপস্থিত হচ্ছেন মহড়া দেখতে। আগামীতেও চা বাগানে এমন আরও সচেতনতা মূলক নাট্য অনুষ্ঠান হবে বলে বকুলবাগান রঙ্গমঞ্চের তরফে জানানো হয়েছে।
অনন্যা দে