আরও পড়ুন: বট-অশ্বত্থের ঝুরির ফাঁকে উঁকি দেয় অসামান্য শিল্পকলা! ৯০০ বছর ধরে দাঁড়িয়ে এই মন্দির
সোমবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ নতুন রেললাইন প্রকল্পের কাজ জমি অধিগ্রহণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এলাকার বাসিন্দাদের দাবি এবং তাঁদের তদবিরের ফলে পুনরায় এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল। পাশাপাশি তিনি আরও জানান, বুনিয়াদপুরে রেলের যে জমি আছে সেখানে জাতীয় মানের একটি স্টেডিয়াম তৈরি করা হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ঘোষণার দীর্ঘ ১২ বছর পর বালুরঘাট-হিলি রেলপথ সম্প্রসারণের কাজ গতি পেয়েছে। কিন্তু বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণ ও গুঞ্জরিয়া-ইটাহার রেলপথ স্থাপনের কাজ ঠান্ডা ঘরেই ছিল। এই প্রকল্পগুলি যাতে চালু করা যায় তা নিয়ে গত কয়েক বছর ধরেই তদবির করছিলেন সুকান্ত মজুমদার। লোকসভা ভোটের মুখে সেই তিনিই অবশেষে সুখবর এনে দিলেন। ইতিমধ্যেই ভারতীয় রেল বোর্ডের তরফে উত্তর-পূর্ব রেলকে বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে। সবমিলিয়ে বন্ধ হয়ে যাওয়া রেল প্রকল্পের কাজ শুরু এবং নতুন স্টেডিয়াম তৈরির খবরে খুশি জেলার মানুষ।
সুস্মিতা গোস্বামী