আরও পড়ুন: রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন, বেপরোয়া বাইকের ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু
গভীর রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল পঞ্চায়েতের রহমতপুর গ্রামে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ির খবর দেয় দমকলে। ঘটনাস্থলে ছুটে আছে তুলসিহাট্টা থেকে দমকলের দুটি ইঞ্জিন। গ্রামের বাসিন্দারা ও দমকলকর্মীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় তিনটি বাড়ি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে ফুলকুমারী বিবি বলেন, কীভাবে কোথা থেকে আগুন লাগল তা আমরা জানতে পারিনি। হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। দমকলকে খবর দিলে ঘটনাস্থলে দুটি ইঞ্জিন আসে। তিনটি পরিবারের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন আমরা কে কী করব কিছুই বুঝতে পারছি না। অন্যান্য বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকল ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের যাবতীয় নথি, আসবাবপত্র, ধান, চাল সহ নানান সামগ্রী ও চারটি ছাগল, নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কীভাবে বা কোথা থেকে আগুন তা এখনও জানা যায়নি।
হরষিত সিংহ