আরও পড়ুন: বাইরে চা খেতে যাওয়াই কাল হল, ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেলেন বৃদ্ধ
এশিয়ান হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার হাসিমারা ১০ নম্বর এলাকায়। বৃহস্পতিবার দুপুরে জয়গাঁ থেকে ফালাকাটাগামী একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় গাড়িতে থাকা ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রাই উদ্ধার কাজে প্রথম এগিয়ে আসেন। খবর যায় হাসিমারা পুলিশ ফাঁড়িতে। আহতদের উদ্ধার করে হাসিমারা বায়ুসেনা হাসপাতাল ও কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে এরপর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লাগাতার এই রাস্তায় দুর্ঘটনা ঘটায় এশিয়ান হাইওয়েতে নিরাপত্তা জোরদার করার দাবি তোলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এখানে গাড়িগুলি দ্রুতগতিতে চলার কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে।
অনন্যা দে