TRENDING:

Bengali News: চালু হওয়ার পথে মালদহের রবীন্দ্রভবন

Last Updated:

ইতিমধ্যে দুই দফায় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ৬ কোটি ৭৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় সংস্কারের কাজ চলছে। কাজ প্রায় শেষের দিকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে শীঘ্রই চালু হতে চলেছে জেলার সংস্কৃতি চর্চার প্রাণ কেন্দ্র রবীন্দ্র ভবন। খুশি জেলার সংস্কৃতিপ্রেমী মানুষেরা।
advertisement

মালদহ শহরে অবস্থিত এই রবীন্দ্র ভবনে একসময় বিভিন্ন ধরনের সংস্কৃতি চর্চা হত। নাটক থেকে শুরু করে নাচ, গানের অনুষ্ঠান সরকারি এই রবীন্দ্রভবনে আয়োজিত হয়েছে। কিন্তু মাঝে সংস্কারের অভাবে ও প্রশাসনের নজরদারির অভাবে বেহাল অবস্থায় পড়েছিল। জেলার সংস্কৃতি শিল্পীরা দীর্ঘদিন ধরে এই অডিটোরিয়ামটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন প্রশাসনের কাছে। অবশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অডিটোরিয়ামটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। উৎপল কর্মকার বলেন, একসময় এখানে জেলার সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমরা জেলা প্রশাসনের কাছে বহুবার আবেদন জানিয়েছিলাম সংস্কারের জন্য। এটি খুব খুশির খবর ফের রবীন্দ্র ভবন চালু হচ্ছে। অল্প খরচে এখানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবে বিভিন্ন সংস্থাগুলি।

advertisement

আরও পড়ুন: হাইজাম্পে বাংলাকে স্বপ্ন দেখাচ্ছে আরাবুল ইসলাম!

ইতিমধ্যে দুই দফায় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ৬ কোটি ৭৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় সংস্কারের কাজ চলছে। কাজ প্রায় শেষের দিকে। আগামী এক মাসের মধ্যেই হয়ত চালু হয়ে যাবে সরকারি এই অডিটোরিয়ামটি। প্রথম দফায় রাজ্য সরকারের পক্ষ থেকে রবীন্দ্র ভবন সংস্কারের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পরবর্তীতে রাজ্য সরকার আরও ১ কোটি ৭৩ লক্ষ টাকা বরাদ্দ করে। সেই টাকার কাজ চলছে। পরবর্তীতে রবীন্দ্র ভবন চত্বরে নিকাশি ব্যবস্থা, পার্কিং সহ আনুষাঙ্গিক বেশ কিছু কাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে একটি বাজেট পেশ করা হয়েছে। সেই টাকাও মিলবে বলে আশাবাদী জেলা প্রশাসনের কর্তারা।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3

মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, দুই দফায় রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আনুসঙ্গিক কাজের জন্য কিছু বাজেট ধরা হয়েছে। আশা করছি শীঘ্রই এটি চালু হবে। বর্তমানে পুরসভার একটি সরকারি অডিটরিয়াম রয়েছে। এছাড়া মালদহ কলেজ অডিটোরিয়াম রয়েছে। সেখানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে জেলা প্রশাসনের এই রবীন্দ্র ভবন চালু হলে অল্প খরচেই জেলার সংস্কৃতি শিল্পীরা তাঁদের বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন। এতে করে অনেকটাই সুবিধা হবে জেলার সর্বস্তরের মানুষের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: চালু হওয়ার পথে মালদহের রবীন্দ্রভবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল