Sports News: হাইজাম্পে বাংলাকে স্বপ্ন দেখাচ্ছে আরাবুল ইসলাম!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
দিন আনি দিন খাওয়া সংসারেই বড় হয়ে ওঠা এই কিশোরের। প্রবল শীতে ছেঁড়া কাঁথায় দিনযাপন ছোট্ট আরাবুল ইসলামের
উত্তর ২৪ পরগনা: বাবা দিন-মজুর। তাঁরই ছেলে হাইজাম্পে স্বপ্ন দেখাচ্ছে বাংলাকে। বাদুড়িয়ার আরাবুল ইসলাম রাজ্যের প্রতিশ্রুতিমান অ্যাথলিটদের অন্যতম।
দিন আনি দিন খাওয়া সংসারেই বড় হয়ে ওঠা এই কিশোরের। প্রবল শীতে ছেঁড়া কাঁথায় দিনযাপন ছোট্ট আরাবুল ইসলামের। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়ার ১২ বছরের আরাবুল ইসলাম যশাইকাটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ইতিমধ্যেই সে জেলা হাইজাম্পে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে। ক’দিনের মধ্যে মধ্যমগ্রামে বাছাই করা ছেলেদের নিয়ে রাজ্যস্তরে খেলতে পাঠানোর জন্য অনুশীলন শুরু হবে। তাতেও স্বপ্ন দেখাচ্ছেন আরাবুল।
advertisement
advertisement
বাবা আলফাজ আলি দিনমজুরের কাজ করেন। পলিথিনের পলেস্তারা দিয়ে কোনওরকমে বাঁশের খুঁটির উপরে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট আরাবুলের বাড়ি। সংসারে তেমন স্বাচ্ছলতা নেই। কিন্তু বাবা আফজলের স্বপ্ন, ছেলে একদিন সংসারের সব অভাব-অনটন মিটিয়ে দেবে। খেলাধুলোয় দেশের নাম উজ্জ্বল করবে। মা-বাবা দু’জনেই ক্ষেতমজুরের কাজ করেন। ছোট্ট আরাবুলকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। স্কুলের পাশাপাশি পাড়ায় যে সব স্পোর্টসের ইভেন্ট আয়োজিত হয় সেখান থেকে প্রায় সব পুরস্কারই জিতে নেয় আরাবুল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আরাবুল জেলাস্তরে হাইজাম্পে প্রথম স্থান অধিকার করার পর তার স্কুলের প্রধান শিক্ষক অরুণ মণ্ডল বলছেন, আরাবুলের এই সাফল্য আমাদের চোখে আনন্দের অশ্রুধারা এনেছে। গর্ববোধ হয় ওর জন্য। আগামী দিনে ওর খেলার ক্ষেত্রে যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য সব রকমভাবে আমরা পাশে থাকব।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2024 8:13 PM IST