আরও পড়ুন: বাগদেবীর আলপনা কোথায় আলাদা? দেখুন ছবি
ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব রয়েছে এই বৃদ্ধের। কিন্তু নেই মাথা গোঁজার কোনও ঠিকানা।রেশন কার্ড পাননি, নেই বার্ধক্য ভাতাও। সরকারি পরিষেবা থেকে বঞ্চিত কালচিনি ট্রলি লাইনের বাসিন্দা বৃদ্ধ গণেশ নাইক। স্কুলের বারান্দাই তাঁর বর্তমানে ঠিকানা।
আলিপুরদুয়ার জেলার কালচিনি ট্রলি লাইন এলাকার বাসিন্দা গণেশ নাইক ১২ বছর ধরে ট্রলি লাইন এলাকায় কখনও গাছের তলায়, কখনও স্কুলের বারন্দায় রাত্রি যাপন করেন। আগে শ্রমিকের কাজ করতেন। কিন্তু এখন বয়সজনিত কারণে কাজের ক্ষমতা হারিয়েছেন। এলাকার বাসিন্দাদের দয়া দক্ষিণ্যে যা পান তাই খেয়ে কোনওরকমে বেঁচে আছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ওই ব্যক্তির দুরবস্থার কথা জানতে পেরে কালচিনি পঞ্চায়েতের উপপ্রধান যোগেন্দ্র প্রসাদ জানিয়েছেন, তাঁরা দ্রুত তাঁর কোনও একটা ব্যবস্থা করে দেবেন।
অনন্যা দে