আরও পড়ুন: মিড ডে মিলের আনাজের খোসা দিয়ে জৈব সার তৈরি করছে পড়ুয়ারা
মালদহ শহরের গ্রিন পার্ক এলাকায় বাড়ি সুবীরবাবুর। তাঁর নেশা পুরনো সামগ্রী সংরক্ষণ করা। বিভিন্ন জিনিসের মধ্যে নজরকাড়া ভাবে তাঁর সংগ্রহশালায় মজুত করছেন সুপারি কাটার যাঁতি। এই প্রসঙ্গে সুবীরবাবু বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এগুলি সংগ্রহ করেছি। বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। এগুলো প্রদর্শনীর মাধ্যমে বর্তমান প্রজন্ম জানতে পারবে আমাদের প্রাচীন সমাজ ব্যবস্থা সম্পর্কে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের একাধিক রাজ্য থেকে পুরনো সুপারি কাটার যাঁতি সংরক্ষণ করে চলেছেন এই গ্রন্থাগারিক। দেব-দেবীর মূর্তি আকৃতি থেকে ঘোড়া, মাছ সহ বিভিন্ন নকশার ও বিভিন্ন ধাতু দিয়ে তৈরি যাঁতি তিনি সংগ্রহ করেছেন। বর্তমানে তাঁর কাছে ৫০ রকমের সুপারি কাটার যাঁতি আছে। ১০০ বছরের পুরনো যাঁতিও রয়েছে তাঁর সংগ্রহে। ২৫ টি পিতল, ২০ টি লোহার ও পাঁচটি শঙ্কর ধাতুর যাঁতি আছে। বেশিরভাগ রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও বিহার থেকে সংগ্রহ করা। কয়েকটা পশ্চিমবঙ্গের।
হরষিত সিংহ