আরও পড়ুন: কুয়াশাচ্ছন্ন রাতের নিস্তব্ধতা খান খান! ভয়ঙ্কর ঘটনা জঙ্গলের রাস্তায়
দশ বছর পার করে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেলেন লক্ষ্মী। বছর দশেক আগে ছয় বছরের মেয়েকে হঠাৎ হারিয়ে ফেলেছিলেন তিনি। কালচিনি ব্লকের গাড়োপাড়া এলাকায় বসবাস লক্ষী মুণ্ডার। সম্প্রতি ডুয়ার্সের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সেই মেয়েকে আবার ফিরে পেয়েছেন লক্ষ্মী। অথচ একসময় ভেবেই নিয়েছিলেন আর কোনও দিনও হয়ত মেয়ের দেখা পাবেন না।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সন্তানকে হারানোর পর একটা দিনও চোখের জল বাঁধ মানেনি লক্ষ্মী মুণ্ডার। অনবরত তার জন্য কেঁদে গিয়েছেন। আবারো কাঁদলেন, তবে এ আনন্দাশ্রু। হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে তাঁর চোখে দেখা গেল জল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার এক ব্যক্তি বছর দশেক আগে লক্ষ্মীর মেয়েকে ফুঁসলিয়ে সিকিম নিয়ে যায়। পরবর্তীতে মেয়েটি সিকিমে যে বাড়িতে কাজ করত সেখান থেকে পালিয়ে যায়। সিকিম পুলিশ উদ্ধার করে হোমে পাঠিয়ে দেয় তাকে। অনেকদিন ধরেই সিকিম পুলিশ এই মেয়েটির ঠিকানা ও বাড়ির লোকের সন্ধান করছিল। অবশেষে দীর্ঘ দশ বছর পর এক স্বেচ্ছাসেবী সংগঠন ও পুলিশের সহযোগিতায় লক্ষ্মী মুণ্ডা তাঁর মেয়েকে ফিরে পেলেন।
অনন্যা দে





