আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গায়ে হলুদ! সরস্বতী পুজোর পরেরদিন তত্ত্ব দেওয়া-নেওয়ার উৎসব
হাতির উৎপাত থেকে বাঁচতে কালচিনি সহ আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় এই বোদেলা গাছের চাষ চলছে। এমন অদ্ভুত নামের গাছ সম্বন্ধে জানা গিয়েছে, এই গাছের ফল টক হয়ে থাকে। গাছের গায়ে কাঁটা থাকে। গাছের বীচ যেখানেই পরে থাকে সেখান থেকেই অপর একটি গাছের জন্ম হয়।ফলে আলাদা করে এই গাছ লাগাতে পরিশ্রম করতে হয় না কৃষকদের। শুধু জল দেওয়া এবং আগাছা জন্মালে তা পরিস্কার করলেই হয় যায়।
advertisement
টক ফল ও কাঁটা যুক্ত গাছ হাতিদের ভয়ের কারণ।এই গাছে দুটি গুণই রয়েছে। দেবেন ছেত্রি নামের এক কৃষক জানান, এই গাছটিকে প্রথমে আগাছা ভেবে আমিও সরাতে গিয়েছিলাম। কিন্তু একদিন দিনের বেলায় এলাকায় হাতি এসেছিল। আমার জমির পাশের সুপুরি গাছগুলি তছনছ করে দেয়। কিন্তু আমার জমিতে প্রবেশের চেষ্টা করেও সফল হয়নি।তখনই দেখলাম গাছে সূক্ষ কাঁটা আছে। বুঝলাম এটাই হাতি তাড়ানোর দাওয়াই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুপুরি বাগানে হাতির আক্রমণের প্রধান কারণ সুপুরি গাছের কচি সবুজ খোলস খাওয়া। এটি হাতিদের অত্যন্ত পছন্দের খাদ্য। বর্তমানে কালচিনি এলাকার কৃষকেরা এই গাছের বেড়া তৈরি করে হাতির আক্রমণ প্রতিহত করছেন। সুপুরি গাছ সংরক্ষণ হচ্ছে দেখে খুশি এলাকার কৃষকেরাও।
অনন্যা দে