TRENDING:

Bengali News: রাজা লক্ষ্মণ সেনের তৈরি তপন দিঘি ঘিরে কী চলছে! পরিবেশ হত্যার আরেক দৃষ্টান্ত

Last Updated:

দিঘির পাড়ের একাংশ আগেই বেহাত হয়ে গিয়েছে। ফলে এখানে আর মাছ চাষ করা যায় না। অভিযোগ, দিঘিতে জল ঢোকা বা বেরনোর রাস্তা রাখা হয়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: কথিত আছে, রাজা লক্ষ্মণ সেনের আমলে দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কয়েকটি বড় জলাশয় বা দিঘি খনন করা হয়েছিল। তার মধ্যে তপন দিঘি অন্যতম। এই দিঘিতে খোদ রাজা লক্ষ্মণ সেন তর্পণ করতে আসতেন এমনটাও কথিত আছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী তপন-অঞ্চলে পানীয় জল ও চাষের জলের সমস্যা দীর্ঘকালীন। তাই এলাকার কৃষি জমিতে চাষের জল ও পানীয় জলের সুবিধা করতেই এই দিঘি খনন করানো হয়েছিল বলে বেশিরভাগ বিশেষজ্ঞই মনে করেন।
advertisement

আরও পড়ুন: ভিডিওটা মন দিয়ে দেখুন, বাড়ির বাতিল জিনিস দিয়ে সহজেই শিখুন ম্যাজিক

প্রায় ৮৪ একর জমি নিয়ে তপন দিঘির বিস্তার। তপন গ্রামের মধ্যস্থলে অবস্থিত এই দিঘি এলাকার নিকাশি ব্যবস্থা, স্থানীয় প্রায় সাড়ে চারশো একর জমিতে সেচের জলের যোগান এবং মৎস্য চাষিদের ভরসার জায়গা। সরকারি ব্যবস্থাতেই এই সমস্ত কাজগুলো এতদিন হয়ে এসেছে। কিন্তু ২০১১ সালে রাজ্যে পালাবদল হ‌ওয়ার পর তপন দিঘিকে ঘিরে বিতর্ক দেখা দেয়। অভিযোগ ওঠে তপনের তৎকালীন বিধায়ক বাচ্চু হাঁসদার বিরুদ্ধে। তিনি এই দিঘি ঘিরে দুটি রিসর্ট তৈরি করেন। যদিও কিছুদিনের মধ্যেই সেই রিসর্টগুলো বন্ধ হয়ে যায়।

advertisement

পরবর্তীতে ২০১৯ সালে এই তপন দিঘিকে ঘিরেই বড় প্রকল্প গ্রহণ করে রাজ্য সরকার। প্রথম দফায় বরাদ্দ করা হয় ৩৭ কোটি টাকা। কিন্তু কী প্রকল্প, প্রকল্পের উদ্দেশ্য কী, কী কাজ হবে সেই বিষয়ে কোনও ওয়ার্ক অর্ডার বা ওয়ার্ক সিডিউল বের হয়নি। অথচ গত প্রায় পাঁচ বছর ধরে তপন দিঘির চারপাশে বাউন্ডারি ওয়াল তোলা সহ একাধিক কাজ হয়ে চলেছে।

advertisement

View More

দিঘির পাড়ের একাংশ আগেই বেহাত হয়ে গিয়েছে। ফলে এখানে আর মাছ চাষ করা যায় না। অভিযোগ, দিঘিতে জল ঢোকা বা বেরনোর রাস্তা রাখা হয়নি, ফলে দিঘির বিভিন্ন জায়গায় চড়া পড়েছে, জল নেই। দিঘির সৌন্দর্য বাড়াতে মাটি তোলার কাজও বন্ধ রয়েছে। শুধু একের পর এক কংক্রিটের বিল্ডিং তৈরি হচ্ছে দিঘির পাড়জুড়ে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

প্রথম অবস্থায় তপন দিঘি কিছুটা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ হলেও তা সম্পূর্ণ হয়নি। বেশ কিছু নতুন ভবন তৈরি করা হয়েছে। যার মধ্যে কোল্ড স্টোরেজ রয়েছে। কিন্তু প্রকল্পের বাস্তবায়ন কবে হবে? প্রকল্পের উদ্দেশ্য কী? এইসব বিষয়ে স্থানীয় বাসিন্দারা কিছুই জানেন না। দ্রুত দিঘি সংস্কার করে জলাশয়কে কংক্রিটমুক্ত করা হোক এটাই এলাকাবাসীদের দাবি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পটাশপুরে ৪ দিনের জমাটি ক্রিকেট টুর্নামেন্ট! ব্যাট-বলের লড়াই দেখতে জনসমুদ্র
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: রাজা লক্ষ্মণ সেনের তৈরি তপন দিঘি ঘিরে কী চলছে! পরিবেশ হত্যার আরেক দৃষ্টান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল