আরও পড়ুন: গায়ে হলুদের অপেক্ষায় বসে পাত্রী, খবর এল বরকে ধরে নিয়ে গিয়েছে পুলিশ! কারণ জানলে…
আদিম কালের মত এই চিত্রকলা পাথরের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে। তবে এর মধ্যে অবশ্যই আধুনিকতার ছোঁয়া রয়েছে। শিলিগুড়ির বাসিন্দা দেবাশিস কুন্ডু সাধারণত বাঁশের জিনিস তৈরি করেই নিজের নাম ডাক করেছেন। তাঁরই মস্তিষ্ক প্রসূত এই পাথরের গুঁড়ো দিয়ে তৈরি চিত্রকলা। পাথরের গুঁড়ো দিয়ে ছবি বানিয়ে তিনি রীতিমত অবাক করে দিয়েছেন সকলকে।
advertisement
কী করে এমন জিনিস মাথায় এল জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাদের শিল্প মনে সব সময়ই নতুন কিছু করার চিন্তাভাবনা থাকে। সেই নতুন তৈরি করতে গিয়েই এমন চিন্তা মাথায় এসেছে। আমরা এই জিনিসটার প্রচার এখনও সেভাবে করিনি। তবে যারা যারা আমার এই কাজ দেখেছেন প্রত্যেকেই এরকম জিনিস কেনার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শিল্পী দেবাশিস কুন্ডু জানিয়েছেন, যেকোনও প্লাইউড বা যেকোনও কাঠামোর উপর প্রথমে ছবি আঁকা হয়, তারপর আঠা দিয়ে একটা লেয়ার বানান। তারপর পাথরগুলো গুঁড়ো করে আঠা লাগানো জায়গাগুলোতে লাগিয়ে দিয়ে এমন জিনিস তৈরি করা যায়। এমন জিনিস ভীষণ টেকসই হয়। ইতিমধ্যে ১০ হাজার টাকা খরচ করে এক হোটেল ব্যবসায়ী আঁকে এই চিত্রকলার অর্ডার নিয়েছেন। এছাড়াও বাঁশ দিয়ে তৈরি কাজের উপরেও এমন পাথরের গুঁড়োর কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
অনির্বাণ রায়