আরও পড়ুন: ‘পান্তার লড়াই’, এমন খেলা খেলেছেন কখনও? মজা করতে করতে এইভাবে খেলুন
এদিকে অভিযোগ সামনে আসতেই পুলিশ বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। যদিও ওই অডিও’র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা। জানা গেছে, ওই অডিও কলে এক ব্যক্তি সরকারি অফিসের কর্মী বলে নিজের পরিচয় দিয়ে এক জমিদাতাকে ফোন করেন। ওই জমিদাতার অ্যাকাউন্টে টাকা ঢোকার পরে ৫৫ হাজার টাকা দিতে হবে বলে দাবি করেন। যা নিয়ে দর কষাকষি চলে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3
উল্লেখ্য, বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে। এমনকি রেলের জন্য জমি দেওয়া বহু জমিদাতার অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে। তবে এখনও অনেকের জমির কাগজ ও নানা নথি সংক্রান্ত সমস্যার জন্য টাকা পাননি। তাই প্রতিদিনই হিলি ও বালুরঘাটে জমিদাতারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। সেই সুযোগকে কাজে লাগিয়েই দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। উল্লেখ্য, বন্ধ থাকা বালুরঘাট-হিলি রেললাইন সম্প্রসারণের জন্য এবারের বাজেটে কেন্দ্র ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে। রেল প্রকল্পের জমি অধিগ্রহণের কাজও চলছে।
সুস্মিতা গোস্বামী