আরও পড়ুন: লন্ডনে শ্যুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা আলিয়া, ব্রেক নিয়ে দেখা করলেন বন্ধুদের সঙ্গে! ভাইরাল ছবি
পরিবার সূত্রে জানা গিয়েছে, নদীর জলে তলিয়ে যাওয়া বৃদ্ধের নাম পলান হালদার (৫০)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার দুই নম্বর ওয়ার্ড বেললবাড়ি এলাকায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে পুনর্ভবা নদীর জলে স্নান করতে গিয়েছিলেন তিনি। এর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নদী থেকে বাড়ি ফিরে আসেননি তিনি।
advertisement
আরও পড়ুন: এও যেন এক 'খাদ্যের অধিকার', মালদহের একদল যুবক বিস্ময় ঘটাচ্ছে পাঁচ বছর ধরে!
এর পরেই নদীতে নৌকো নিয়ে খুঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। দীর্ঘ সময় ধরে খোঁজার পরেও দেহ মেলেনি তাঁর। বাড়ির সদস্যদের অনুমান স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়েছেন তিনি। এর পর গঙ্গারামপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ও গ্রামবাসীরা মিলে ওই ব্যক্তির দেহ খোঁজার চেষ্টা চালাচ্ছেন।
সুজন সূত্রধর