উল্লেখ্য, গত ৩ আগস্ট টানা বৃষ্টির জেরে শ্বেতীঝোরায় ভয়াবহ ধস নামে। ধসের ফলে জাতীয় সড়কের বড় একটি অংশ ভেঙে তিস্তা নদীতে তলিয়ে যায়। এর ফলে বাংলা-সিকিমের মধ্যে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। বহু পর্যটক ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে বিভিন্ন এলাকায়।
advertisement
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত উদ্যোগ নেয় NHIDCL। সংস্থার আধিকারিক রাহুল কুমার গুপ্তা জানিয়েছেন, “পাহাড় কেটে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে। তাই কিছুটা সময় লেগেছে। আমরা আপাতত একমুখী চলাচলের অনুমতি দিচ্ছি, তবে নিচু এলাকাগুলিতে এবং ক্ষতিগ্রস্ত রাস্তাগুলিতে দ্রুত মেরামতির কাজ চলবে।”
এই আংশিক চালু হওয়া রাস্তা সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগ কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে স্থানীয় বাসিন্দা, পর্যটক ও চালকদের মধ্যে। তবে যাত্রীদের এখনই পূর্ণ স্বাভাবিকতা আশা না করে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে প্রশাসন।