আরও পড়ুন: সন্তান দত্তকের অধিকার চায় তৃতীয় লিঙ্গ, কুইর কার্নিভালে উঠল দাবি
ভিড় ঠেলে আনন্দ উদযাপনে মেতে উঠতে দেখা গিয়েছে ছোট থেকে বড় সকলকে। সকালে পার্ক খোলার আগে থেকেই ভিড় জমেছিল এলাকায়। পার্ক খুলতেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পার্ক কর্তৃপক্ষকে। এদিন বাঘ, ভাল্লুক, তৃণভোজী প্রাণী থেকে শুরু করে গণ্ডার, হাতি, পাণ্ডা সব কটি এনক্লোজারের কাছে পৌঁছানোর জন্য আকুতি ছিল মানুষের।একটা সময়ের পর সাফারিতে আর লোক নেওয়া যায়নি। যাঁরা টিকিট পাননি, তাঁরা হেঁটেই ঘুরেছেন সাফারি পার্কের খোলা জায়গাগুলি।
advertisement
ম্যাকাও, ময়ুর থেকে ঘরিয়াল হেঁটে দেখার মতো জিনিস কম নেই এখানে। পাশাপাশি বিভিন্ন ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাটের এনক্লোজারে ছিল দারুণ ভিড়।অনেকে ভিড় জমিয়েছিলেন বোটানিক্যাল গার্ডেনে। বিভিন্ন গাছের বনসাই দেখতে ভিড় ছিল ভালই।অনেকেই বাইরে থেকে বা বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলেন। ছোটখাট পিকনিকের আসর বসে গিয়েছিল সাফারি পার্কের ভিতরেই। সেলফি তোলাড় হিড়িক ছিল পার্কের সর্বত্রই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদিনে যা পর্যটকের ভিড় হয়েছে তা আশার অতীত। সাফারি পার্কের আকর্ষণ প্রতিনিয়ত বাড়ছে। পর্যটকের সংখ্যাও বাড়ছে। এদিন কল্যাণী থেকে আসা এক পর্যটক জানান, আমরা সপরিবারে পাহাড়ে বেড়াতে এসেছিলাম। আজ আমাদের বাড়ি ফেরা। তবে বাড়ি ফেরার আগে বেঙ্গল সাফারিতে কিছুটা সময় কাটাতে এসেছি । সাফারি পার্কে বাচ্চাদের খানিকটা মজা হবে। দিনশেষে ট্রেনে করে বাড়ি ফিরব।
অনির্বাণ রায়