TRENDING:

Siliguri News: বেঙ্গল সাফারিতে উপচে পড়ছে ভিড়, এই পার্কে কী কী দেখবেন

Last Updated:

ভিড় ঠেলে আনন্দ উদযাপনে মেতে উঠতে দেখা গিয়েছে ছোট থেকে বড় সকলকে। সকালে পার্ক খোলার আগে থেকেই ভিড় জমেছিল এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: উত্তরবঙ্গে বেড়াতে এলে ভ্রমণ পিপাসুদের পছন্দের ঠিকানা হল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। এই বেঙ্গল সাফারি পার্ক চলতি সময়ে শহরবাসী তথা গোটা বাংলার মানুষের জন্য এক আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। বিশেষ করে ডিসেম্বরের এই মরশুমে বহু পর্যটক দার্জিলিং, সিকিম বেড়াতে এসে একটা দিন বেঙ্গল সাফারিতে ঘুরে যান। বড়দিন, ইংরেজি নববর্ষের আমেজে উত্তরবঙ্গ জুড়ে এখন পর্যটকদের ভিড়। তাই দার্জিলিং হোক বা সিকিম পর্যটকরা যেখানেই যাক না কেন ট্যুর প্ল্যানে বেঙ্গল সাফারি রয়েছেই। তাতেই পোয়া বারো পার্কের। পর্যটকদের ভিড়ে আয় হচ্ছে দেদার।
advertisement

আরও পড়ুন: সন্তান দত্তকের অধিকার চায় তৃতীয় লিঙ্গ, কুইর কার্নিভালে উঠল দাবি

ভিড় ঠেলে আনন্দ উদযাপনে মেতে উঠতে দেখা গিয়েছে ছোট থেকে বড় সকলকে। সকালে পার্ক খোলার আগে থেকেই ভিড় জমেছিল এলাকায়। পার্ক খুলতেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পার্ক কর্তৃপক্ষকে। এদিন বাঘ, ভাল্লুক, তৃণভোজী প্রাণী থেকে শুরু করে গণ্ডার, হাতি, পাণ্ডা সব কটি এনক্লোজারের কাছে পৌঁছানোর জন্য আকুতি ছিল মানুষের।একটা সময়ের পর সাফারিতে আর লোক নেওয়া যায়নি। যাঁরা টিকিট পাননি, তাঁরা হেঁটেই ঘুরেছেন সাফারি পার্কের খোলা জায়গাগুলি।

advertisement

ম্যাকাও, ময়ুর থেকে ঘরিয়াল হেঁটে দেখার মতো জিনিস কম নেই এখানে। পাশাপাশি বিভিন্ন ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাটের এনক্লোজারে ছিল দারুণ ভিড়।অনেকে ভিড় জমিয়েছিলেন বোটানিক্যাল গার্ডেনে। বিভিন্ন গাছের বনসাই দেখতে ভিড় ছিল ভালই।অনেকেই বাইরে থেকে বা বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলেন। ছোটখাট পিকনিকের আসর বসে গিয়েছিল সাফারি পার্কের ভিতরেই। সেলফি তোলাড় হিড়িক ছিল পার্কের সর্বত্রই।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদিনে যা পর্যটকের ভিড় হয়েছে তা আশার অতীত। সাফারি পার্কের আকর্ষণ প্রতিনিয়ত বাড়ছে। পর্যটকের সংখ্যাও বাড়ছে। এদিন কল্যাণী থেকে আসা এক পর্যটক জানান, আমরা সপরিবারে পাহাড়ে বেড়াতে এসেছিলাম। আজ আমাদের বাড়ি ফেরা। তবে বাড়ি ফেরার আগে বেঙ্গল সাফারিতে কিছুটা সময় কাটাতে এসেছি । সাফারি পার্কে বাচ্চাদের খানিকটা মজা হবে। দিনশেষে ট্রেনে করে বাড়ি ফিরব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কলেজ ড্রপআউট থেকে বিশ্বজয়, ২২ দেশের লড়াইয়ে সেরা বনগাঁর যুবক! ওড়িশায় উড়ালেন তেরঙা
আরও দেখুন

অনির্বাণ রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: বেঙ্গল সাফারিতে উপচে পড়ছে ভিড়, এই পার্কে কী কী দেখবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল