আরও পড়ুন: অস্কারে মনোনীত ‘ইতি মা’ গানের সঙ্গে জড়িত উত্তরের ছেলে পাবেল-ও,চিনে নিন তাঁকে
ক্রিসমাস সাধারণত ক্রিশ্চান ধর্মালম্বী মানুষদের কাছে এক বড় উৎসব তবে পাহাড় জুড়ে এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে এ যেন এক অন্য রূপ ধারণ করে। সেই অর্থেই ক্রিসমাস এর আগে দার্জিলিং এর মল রোডে বিউটিফুল বুকস তার আয়োজিত বইমেলায় পবিত্র বাইবেল থেকে শুরু করে ক্রিশ্চান ধর্মের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বই মিলে যাবে এই মেলায়।
advertisement
আরও পড়ুন: একাধিক সমস্যায় জর্জরিত সীমান্তের এই স্টেশন, দ্রুত সমাধানের আবেদন যাত্রীদের
এছাড়াও ক্রিসমাসের সময় দেখা যায় বিভিন্ন জায়গা যেন নতুন করে সেজে ওঠে কোথাও আলোর ঝলকানি কোথাও আবার ক্রিসমাস ট্রি আর সবকিছুর মাঝে সেই সান্টাক্লজের কথা না বললেই নয়। এই মেলায় বইয়ের পাশাপাশি রয়েছে নানা জিনিস। ক্রিসমাস এর আগে এই মেলায় পবিত্র বাইবেল থেকে শুরু করে নানা জিনিস কিনতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের উপচে পড়া ভিড়।আপনি যদি শীতের ছুটিতে দার্জিলিং যান এবং বই পড়া যদি আপনার পছন্দের তালিকায় থাকে তাহলে অবশ্যই এই মেলা হয়ে উঠবে আপনার জন্য বাড়তি পাওনা।
সুজয় ঘোষ