বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে দশতলা বিল্ডিং এ বাইরের দিকে দেওয়ালের উপরে গড়ে ওঠা মৌমাছির চাক থেকে হঠাৎ করেই শয়ে শয়ে মৌমাছি উড়তে শুরু করে। হাসপাতালে মূল গেটের সামনে রোগীর আত্মীয়রা অপেক্ষা করেন। সেখানেই বসে থাকা সাধারণ মানুষের উপর চড়াও হয় মৌমাছির দল। আর তাতেই আহত হয়েছেন প্রায় ছয় জন রোগীর আত্মীয়।
advertisement
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বাইরের দিকে থাকা মৌমাছির চাকে হঠাৎ করেই চিল এসে ছোঁ মেরে যায় বেশ কয়েকবার। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে মৌমাছির দল। হাসপাতালের বাইরে বসে থাকা রোগীর আত্মীয়দের উপর চড়াও হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই কয়েকজনকে ছেঁকে ধরে মৌমাছি।
আরও পড়ুনঃ ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই ভারতের প্রথম একাদশ! মন ভাঙবে একাধিক তারকার
এরপরই তাঁরা চিৎকার করতে শুরু করলে বাকি লোকজন ছুটে পালিয়ে আত্মরক্ষা করেন। অবশেষে হাসপাতালের এক কর্মী পিপিই কিট পড়ে বাইরে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।