যাকে কেন্দ্র করেই বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীদের বিবাদ চরমে। এই ঘটনায় এক ওয়ার্ড গার্লের গলায় ব্লেড চালানোর অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি বালুরঘাট জেলা হাসপাতালেই গুরুতর জখম অবস্থায় ভর্তি। এরই মধ্যে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ভেতরেই চলছে বিউটিপার্লারের কাজ। ভিডিও সম্প্রতি ভাইরাল।
আরও পড়ুন: সকালে খালি পেটে গুড়ের সঙ্গে খান এই জিনিস! শরীর থেকে দূর হবে খারাপ কোলেস্টেরল
advertisement
ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক সুপার স্পেশালিটি হাসপাতালের ড্রেস পড়া কর্মরত এক মহিলা কর্মী আর এক মহিলার ভ্রূ প্লাক করে দিচ্ছেন। যদিও বা ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ১৮ লোকাল। তবে প্রশ্ন উঠছে, হাসপাতালের পোষাক পরে হাসপাতালের ভেতরে কীভাবে ওই কর্মকান্ড চালাতে পারে কর্মীরা? এদিকে এই গোলমালের পেছনে তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা-সহ সভাপতি রাকেশ শীলের মদত রয়েছে বলেই অভিযোগ।
এক গোষ্ঠীর দাবি, অপর গোষ্ঠীকে মদত দেয় শাসক দলের এক শ্রমিক নেতা। সেই নেতার প্রভাবেই ভেতরে দাপট দেখায় এক গোষ্ঠী। গতকাল রাতে পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে হাসপাতালে বৈঠকে পর এ নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস বলেন, “এই ধরনের অভিযোগ পেয়েছি। বিষয়টি কোনওভাবেই কাম্য নয়। আমরা ওই কোম্পানিকে জানিয়েছি। তবে পরিষেবা নিয়ে কোনও সমস্যা হয়নি। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।”
প্রসঙ্গত, বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মাঝেমধ্যেই কোম্পানি অধিকৃত কর্মীদের নানা বিক্ষোভ চলে। তবে সম্প্রতি ওই হাসপাতালের ভেতরেই অসামাজিক কাজকর্ম করার অভিযোগ ওঠে।
সুস্মিতা গোস্বামী