আরও পড়ুন: মুখ্যমন্ত্রী আসছেন বলে শুরু সারাইয়ের কাজ, বেহাল রাস্তা দেখাতে না পারার আক্ষেপ জয়গাঁবাসীর
সাধারণত চৈত্রমাসে বাসন্তীপুজো করা হয়৷ তবে, এবছর বাসন্তীপুজো পালিত হবে বৈশাখ মাসে৷ ছোট থেকেই পুজো দেওয়া থেকে শুরু করে দেব দেবীর ভক্ত জলপাইগুড়ি সানু পাড়ার বাসিন্দা আবির বোস। গত চার বছর ধরে বন্ধু রূপমের সহায়তায় নিজেরাই বানাচ্ছেন বাসন্তী প্রতিমা। সমস্ত নিয়মকানুন মেনে পুজো হয় ধুমধাম করে। কোনও পুরোহিত নয়, পুজো করেন নিজেরাই। পেশায় একজন স্বাস্থ্য কর্মী, অন্যজন শিক্ষক।
advertisement
এই দুই বন্ধুই মাটির সরঞ্জাম বানাতে বেশ আগ্রহী। কোনওরকম প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই কুমারটুলির আদলে এতোদিন বাসন্তী প্রতিমা বানিয়ে আসছেন তাঁরা। তবে এই কাজ আরও নিখুঁত করতে সম্প্রতি রুপম যোগদান করেছে কোমলটুলির প্রশিক্ষণে। সরস্বতী, গণেশ, কার্তিক সহ বাসন্তী ঠাকুর দেখতে আবিরদের বাড়ি ভিড় করে সাধারণ মানুষ। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে বাসন্তী পুজা। তার আগে এই দুই যুবকের বানানো প্রতিমার সৌন্দর্যের মুগ্ধ সকলে।
সুরজিৎ দে