এই গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক থেকে অবলা প্রাণীরা নিজেদের বাঁচাতে অক্ষম। তাই ডুয়ার্সের গরুমারা, লাটাগুড়ি এবং আরও অন্যান্য বনাঞ্চলের প্রাণীদের খেয়াল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন বনকর্মীরা। রাজ্য সরকারও কড়া নজর রেখেছে ডুয়ার্সের বন্যপ্রাণদের দিকে। প্রচন্ড গরমে যাতে তাদের কোনও অসুবিধা না হয় সে কারণেই কোমর বেঁধে প্রস্তুত বন দফতর। কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?
advertisement
আরও পড়ুন: গরম বাড়তেই দেদার বিক্রি বিহারে তৈরি মাটির মটকা ও বোতল
এই প্রসঙ্গে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, গরম এবং অনাবৃষ্টিতে শুকিয়ে কাঠ জঙ্গলের জলাভূমি। গরমের তাপ থেকে হাতি, চিতাবাঘ, হরিণ, বুনো শুকোর, বাইসন, ময়ূর সহ বিভিন্ন প্রজাতির পাখি এবং পশুদের রক্ষা করতে জঙ্গলের ভেতর গভীর ঝোড়ার মাধ্যমে পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হয়েছে। জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে যাতে পশু-পাখিদের এই গরমে প্রতিদিন স্নান করানো যায় সেদিকে খেয়াল রাখছেন বনকর্মীরা। এছাড়াও জঙ্গলের ভেতর থাকা ঝোড়া গুলিকেও পরিষ্কার পরিচ্ছন্ন রেখে প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি, জঙ্গলের ভেতরে বেশ কিছু জলাশয় নতুন করে সংস্কার করা হবে। সব মিলিয়ে প্রতি মুহূর্তে জঙ্গলের প্রাণীদের উপর নজরদারি চলছে।
সুরজিৎ দে