ফালাকাটার ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষ এইভাবেই যাতায়াত করতে অভ্যস্ত হয়ে উঠেছেন। চলাচলের ক্ষেত্রে নৌকাই তাঁদের প্রধান ভরসা। বরং তাঁদের বাড়িতে বাইরে থেকে কোনও অতিথি এলে তাঁরা এই নৌকায় চেপে যাতায়াত করতে ভালোবাসেন। তাঁদের কাছে এটি হল এক অন্যরকম অভিজ্ঞতা।
আরও পড়ুন: সবুজ রক্ষা করতে এবার আরও বড় পদক্ষেপ বন দফতরের!
advertisement
ফালাকাটার মধ্যিখান দিয়ে বয়ে চলেছে মুজনাই নদী। এই নদীতে সারাবছর জল থাকলেও বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করে। সেই সময় নৌকা নিয়ে যাতায়াত করতেও ভয়পান স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দারা নিজেরা টাকা জমিয়ে দুটি নৌকার ব্যবস্থা করেছেন। তা দিয়েই চলে যাতায়াত। এই নদীতেই প্রতিবছর নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। এমনকি এই এলাকাটি দেখতেও ছবির মত সুন্দর। পূর্বে একটি সেতুর দাবি থাকলেও এখন এলাকার বাসিন্দারা সে দাবিও কার্যত তুলে নিয়েছেন।
অনন্যা দে