TRENDING:

Jute Cultivation: গরমের পর কালবৈশাখী, দফারফা পাট চাষের!

Last Updated:

Jute Cultivation: কোচবিহার জেলায় মোট চাষযোগ্য জমির প্রায় ৪০ শতাংশতেই পাট চাষ করা হয়। তীব্র গরমের মধ্যে মোট পাট চাষের প্রায় ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষকদের দাবি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: এবার পাট চাষের মরশুমের শুরু থেকেই অস্বস্তির মুখে পড়েছিলেন চাষিরা। তীব্র গরম পাট চাষের অনেকটাই ক্ষতি করেছে। সেই ক্ষতির ধাক্কা এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি কৃষকেরা। জলসেচ পর্যাপ্ত পরিমাণে দিলেও পাটের চাষ খুব একটা সুবিধাজনক নয়। এরই মাঝে জেলাজুড়ে কালবৈশাখের পূর্বাভাস অনেকটাই চিন্তায় ফেলেছে চাষিদের। গরমের দাবদাহে বেশিরভাগ জমির পাট ঝলসে গিয়েছে। এবার কালবৈশাখীর দাপটে বাকি পাট‌ও নষ্ট হওয়ার আশঙ্কায় চাষিরা।
advertisement

আরও পড়ুন: নতুন বাঁধ তৈরি না হলে শেষ হয়ে যাবে চাষবাস! এখানে ভয়ঙ্কর সঙ্কট

কোচবিহার জেলায় মোট চাষযোগ্য জমির প্রায় ৪০ শতাংশতেই পাট চাষ করা হয়। তীব্র গরমের মধ্যে মোট পাট চাষের প্রায় ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষকদের দাবি। জেলার এক পাট চাষি সুভাষ কাহালি জানান, তীব্র গরমে এবার পাট চাষের দফারফা হয়ে গিয়েছে। বেশিরভাগ জমির পাট পর্যাপ্ত জল না পাওয়ার কারণে শুকিয়ে গেছে। অনেক ক্ষেত্রে পাটের চারা গজাতে অনেকটাই সময় লেগেছে। ফলে পাটের মরশুম অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে চিন্তায় বেশিরভাগ পাট চাষিদের মাথায় হাত পড়েছে।

advertisement

এই পরিস্থিতিতে যদি দ্রুত পাট চাষিদের সহায়তা প্রদান করা না হয় তবে ভয়াবহ অবস্থা দেখা দেবে বলে অনেকে মন্তব্য করেছেন। এখনও পর্যন্ত যে সমস্ত জমিতে পাট অবশিষ্ট রয়েছে সেই জমিগুলিতে পর্যাপ্ত পরিমাণে জল সেচের প্রয়োজন রয়েছে। না হলে সেগুলোও নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jute Cultivation: গরমের পর কালবৈশাখী, দফারফা পাট চাষের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল