আরও পড়ুনঃ ৫ সমস্যার একটাই সমাধান! গরমে রোজ পাতে রাখুন শসা! কখন-কীভাবে খাবেন? জেনে নিন বিশেষজ্ঞের মত
পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই মহিলার বাড়ি কোচবিহার জেলায়। দুটি ট্রলি নিয়ে মহিলা মালদহের মানিকচক গঙ্গা ফেরিঘাট দিয়ে ঝাড়খণ্ড থেকে আসছিল। কিন্তু পথেই মালদহ জেলা পুলিশের মানিকচক থানার পুলিশের হাতে গ্রেফতার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই মহিলার দুটি ট্রলি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২কেজি বেআইনি গাঁজা। চোরা বাজারে যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মহিলার নাম কল্যাণী সেন। বাড়ি কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানা এলাকায়।
advertisement
মহিলার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে দুটি ট্রলি ব্যাগ ভর্তি ২২ কেজি গাঁজা।মালদহ মানিকচক রাজ্য সড়কের চন্ডিপুর এলাকায় নাকা চেকিং চালানোর সময় এই মহিলাকে গাঁজা সহ গ্রেফতার করে পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ঝাড়খন্ড থেকে এই গাঁজা গুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মালদহের ইংরেজবাজার ও কালিয়াচক থানা এলাকায় পাচার করার উদ্দেশ্য ছিল মহিলার। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে মালদহ জেলা আদালতের পেশ করে মানিকচক থানার পুলিশ। কোথা থেকে এই গাঁজা গুলি পাচার হচ্ছিল এর পেছনে আরও কোন চক্র রয়েছে কিনা। সেই সমস্ত বিষয়ে তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ। অভিযুক্তের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
হরষিত সিংহ