TRENDING:

Bangla News: টিপ ছিল পুলিশের কাছে, সরকারি স্টিকার সাঁটা গাড়িতেই চলে কারবার! বীরপাড়ায় অবেশেষে গ্রেফতার

Last Updated:

Bangla News: গোপন সূত্রে খবর পেয়ে রাতে অভিযান পুলিশের। হাতেনাতে গ্রেফতার ২। আর এর জেরে ফের বড় সাফল্য বীরপাড়া পুলিশের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরপাড়া: গাড়িতে সরকারি স্টিকার লাগিয়ে মাদক পাচার। গোপন সূত্রে খবর পেয়ে রাতে অভিযান বীরপাড়া থানার। হাতেনাতে গ্রেফতার ২। আর এর জেরে ফের বড় সাফল্য বীরপাড়া পুলিশের।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানা এলাকার ডিমডিমা থেকে বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট-সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (SOG) এবং বীরপাড়া থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।

আরও পড়ুন: আবেদনকারী ৩ লক্ষ ১৯ হাজারের বেশি, কিন্তু SSC পরীক্ষায় বসলেন কত জন? চমকে ওঠা তথ্য কমিশনের! SSC চেয়ারম্যানের বড় দাবি

advertisement

গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ ডিমডিমা এলাকায় একটি সন্দেহজনক ইলেকট্রিক ভ্যানে অভিযান চালায়। ভ্যানটিতে ‘Government of India’ স্টিকার লাগানো ছিল, যা পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে তোলে। ভ্যানটির ভিতরে তল্লাশি চালিয়ে ১৮ হাজার নিষিদ্ধ নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় হাতেনাতে গ্রেফতার করা হয় বাবলু মিয়া ওরফে দেবা এবং শ্যাম রাই নামে দুই ব্যক্তিকে।

advertisement

আরও পড়ুন: ‘দেখি অ্যাডমিটটা’, গর্ভবতী SSC পরীক্ষার্থীর চিন্তা দূর করতে পুলিশ যা করল, জানলে গর্ব হবে!

বীরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) নয়ন দাস জানিয়েছেন যে, মাদকের বিরুদ্ধে তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে। দু’জনকে নিষিদ্ধ ট্যাবলেটের সঙ্গে ধরা হয়েছে, শিলিগুড়ি থেকে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বিক্রি করার পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। সমাজের সকল স্তরের মানুষকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করার জন্য পুলিশ বদ্ধপরিকর। এই ধরনের অভিযানে মাদকের কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

advertisement

রাজকুমার কর্মকার

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: টিপ ছিল পুলিশের কাছে, সরকারি স্টিকার সাঁটা গাড়িতেই চলে কারবার! বীরপাড়ায় অবেশেষে গ্রেফতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল