TRENDING:

Bangla News: মুহূর্তের তাণ্ডবে লণ্ডভণ্ড! এলোপাথাড়ি ঝড়ের দাপটে যা হল কোচবিহারের এই গ্রামে...

Last Updated:

Bangla News: রাস্তায় গাছ উপড়ে বারোবিষা ও রামপুর এলাকার মধ্যে রাজ্য সড়কে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ের দাপটে উপড়ে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: রাতের আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হল কোচবিহারের তুফানগঞ্জ। মুহূর্তের ঝড়ে ভেঙে পড়েছে একাধিক বাড়ি৷ এছাড়াও গাছ পড়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে গ্রামে (Bangla News)। কোচবিহারের তুফানগঞ্জের (North Bengal Storm) রামপুরে গত রাতে ঝড় চলে প্রায় আধঘণ্টা। তাতেই লণ্ডভণ্ড গ্রাম।
ঝড়ে তাণ্ডবে বিদ্ধস্ত কোচবিহার
ঝড়ে তাণ্ডবে বিদ্ধস্ত কোচবিহার
advertisement

নববর্ষের দিনে আনন্দ কেড়ে নিয়েছে ঝড়। প্রাকৃতিক দুর্যোগের কবলে কান্না ছাড়া শেষ সম্বল কিচ্ছুই নেই গ্রামবাসীদের৷ গ্রামে এখন কান্নার রোল। কেউ স্বপ্নেও ভাবেননি মুহূর্তে সব এলোমেলো হয়ে যাবে। গ্রামের পাকা বাড়িতে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা (Bangla News)। পরিস্থিতির দিকে বাড়তি নজর দিয়েছে প্রশাসন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে  উত্তর রামপুরের আশ্রমপাড়া গ্রাম (North Bengal Storm)। ঝড়ের সময়  গুরুতর আহত হয়েছেন দু'জন। জানা গিয়েছে, ঝড়ের সময় ঘরের ভেতরেই ছিলেন তারা৷ তাতেও বিপত্তি। দুইজনকে আহত অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

advertisement

আরও পড়ুন : বর্ষবরণের উৎসবে মাতোয়ারা বাংলা ও বাঙালি! পয়লা বৈশাখের চেনা ছবি রাজ্যজুড়ে! দেখুন...

রাস্তায় গাছ উপড়ে বারোবিষা ও রামপুর এলাকার মধ্যে রাজ্য সড়কে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ের দাপটে উপড়ে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি (Bangla News)। অধিকাংশ বাড়ির  ঘরের টিন উড়ে যায়। যদিও যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছে গাছ সরাতে  হাত লাগিয়েছে তুফানগঞ্জের  দমকলকর্মীরা। তুফানগঞ্জ ২ ব্লকের বিডিও প্রসেনজিত কুন্ডু জানান ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে এলাকায় (North Bengal Storm)। প্রশাসন খবর পেয়ে রাত থেকেই এলাকায় ছিল। ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে সব সময় থাকবে প্রশাসন।

advertisement

ক্ষতিগ্রস্ত হল কোচবিহারের তুফানগঞ্জ

কীভাবে দ্রুতগতিতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় সে ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছে। তুফানগঞ্জ (Bangla News) দমকল কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় গিয়ে দমকল কর্মীরা উপড়ে পরা গাছ গুলিকে কেটে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করেন৷ জানা গিয়েছে গ্রামের পঞ্চাশটি বাড়ির অবস্থা সবচেয়ে ক্ষতিগ্রস্থ। প্রাকৃতিক দুর্যোগের সময় আধঘণ্টা এমন তাণ্ডব শুরু হয় স্থানীয়দের অনেকেই ছুটে পালানোর  সময় পাননি।

advertisement

আরও পড়ুন : ১৪০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৪৫০০ টাকায়! 'বিশেষ' বাসের 'চড়া দামে' নাজেহাল উত্তরবঙ্গের যাত্রীরা...

আচমকা ঝড়ে জমিতে ভূট্টা চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে। ভূট্টার জমিতে ঝোড়ো হাওয়ায় ভুট্টা গাছ নষ্ট হয়েছে। এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছেন প্রশাসনের আধিকারিকরা। কত জন আহত হয়েছেন ও কতগুলি বাড়ি পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে সেব্যাপারে তালিকা তৈরি করছেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

প্রবীর কুণ্ডু

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: মুহূর্তের তাণ্ডবে লণ্ডভণ্ড! এলোপাথাড়ি ঝড়ের দাপটে যা হল কোচবিহারের এই গ্রামে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল