Poila Boishakh 2022: বর্ষবরণের উৎসবে মাতোয়ারা বাংলা ও বাঙালি! পয়লা বৈশাখের চেনা ছবি রাজ্যজুড়ে! দেখুন...

Last Updated:
Poila Boishakh 2022: প্রায় বছর দুয়েকের আড়ষ্ট সময়, সোশ্যাল ডিস্ট্যানসিং আর স্যানিটাইজার শাসনের পর ফের একবার ছন্দে এলো বৈশাখী আমেজ (Bengali New Year Celebration)।
1/10
স্বাগত ১৪২৯। পুরনো বছর শেষে নতুন বছর শুরু। আরও একটি নতুন বছরের সূচনা। প্রায় বছর দুয়েকের আড়ষ্ট সময়, সোশ্যাল ডিস্ট্যানসিং আর স্যানিটাইজার শাসনের পর ফের একবার ছন্দে এলো বৈশাখী আমেজ। উদ্বেগ কাটিয়ে উৎসবের মেজাজে গোটা বাংলা।
স্বাগত ১৪২৯। পুরনো বছর শেষে নতুন বছর শুরু। আরও একটি নতুন বছরের সূচনা। প্রায় বছর দুয়েকের আড়ষ্ট সময়, সোশ্যাল ডিস্ট্যানসিং আর স্যানিটাইজার শাসনের পর ফের একবার ছন্দে এলো বৈশাখী আমেজ। উদ্বেগ কাটিয়ে উৎসবের মেজাজে গোটা বাংলা।
advertisement
2/10
নববর্ষের (Nababarsha) সকাল থেকেই মন্দিরে মন্দিরে পুণ্যার্থীদের ঢল। হালখাতা, মিষ্টিমুখে গোটা দিন উদযাপনের পরিকল্পনা আমবাঙালির। বছরের প্রথম দিনে টুইটে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নববর্ষের (Nababarsha) সকাল থেকেই মন্দিরে মন্দিরে পুণ্যার্থীদের ঢল। হালখাতা, মিষ্টিমুখে গোটা দিন উদযাপনের পরিকল্পনা আমবাঙালির। বছরের প্রথম দিনে টুইটে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/10
advertisement
4/10
সোশ্যাল ডিস্ট্যানসিং এর ঘেরাটোপ অনেকটাই আজ আলগা। পথে পথে তাই নেমে এসেছেন উৎসাহী মানুষ। শিলিগুড়িতে দেখা গেল তেমনই ছবি। লাল-সাদা পোশাকে রাস্তায় নেমে নাচে গানে মাতলেন স্থানীয় মানুষ।
সোশ্যাল ডিস্ট্যানসিং এর ঘেরাটোপ অনেকটাই আজ আলগা। পথে পথে তাই নেমে এসেছেন উৎসাহী মানুষ। শিলিগুড়িতে দেখা গেল তেমনই ছবি। লাল-সাদা পোশাকে রাস্তায় নেমে নাচে গানে মাতলেন স্থানীয় মানুষ।
advertisement
5/10
 ঢাক-ঢোল নিয়ে শোভাযাত্রায় নামেন মানুষ।
 ঢাক-ঢোল নিয়ে শোভাযাত্রায় নামেন মানুষ।
advertisement
6/10
নতুন বছরের প্রথম দিনে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল। দক্ষিণেশ্বর, কালীঘাটে ভক্তদের ভিড় সামাল দেওয়াই কঠিন। নববর্ষের সকালে পুজো দিয়ে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দেখা গেল ভক্তপ্রাণ বাঙালির ঢল।
নতুন বছরের প্রথম দিনে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল। দক্ষিণেশ্বর, কালীঘাটে ভক্তদের ভিড় সামাল দেওয়াই কঠিন। নববর্ষের সকালে পুজো দিয়ে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দেখা গেল ভক্তপ্রাণ বাঙালির ঢল।
advertisement
7/10
বছরের প্রথম দিনে গঙ্গার স্নানেও ছিল ঘাটে ঘাটে মানুষের ভিড়। পবিত্র স্নানের মধ্যে দিয়ে বছর শুরু করতেও দেখা গেল বাঙালিকে।
বছরের প্রথম দিনে গঙ্গার স্নানেও ছিল ঘাটে ঘাটে মানুষের ভিড়। পবিত্র স্নানের মধ্যে দিয়ে বছর শুরু করতেও দেখা গেল বাঙালিকে।
advertisement
8/10
তবে পাশাপাশি পয়লা বৈশাখ মানে কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া ও সপরিবারে নতুন জামার গন্ধে শুভ নববর্ষের শুভেচ্ছার আদান প্রদান।
তবে পাশাপাশি পয়লা বৈশাখ মানে কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া ও সপরিবারে নতুন জামার গন্ধে শুভ নববর্ষের শুভেচ্ছার আদান প্রদান।
advertisement
9/10
শহরের রেস্তোরাঁ রেস্তোরাঁয় রয়েছে বিশেষ ভুঁড়িভোজের ব্যবস্থা। বেলা বাড়তেই যে ভিড় বাড়বে তা বলাই বাহুল্য।
শহরের রেস্তোরাঁ রেস্তোরাঁয় রয়েছে বিশেষ ভুঁড়িভোজের ব্যবস্থা। বেলা বাড়তেই যে ভিড় বাড়বে তা বলাই বাহুল্য।
advertisement
10/10
নিউজ 18 বাংলা ডিজিটালের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।
নিউজ 18 বাংলা ডিজিটালের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।
advertisement
advertisement
advertisement