স্বাগত ১৪২৯। পুরনো বছর শেষে নতুন বছর শুরু। আরও একটি নতুন বছরের সূচনা (Bengali New Year Celebration)। প্রায় বছর দুয়েকের আড়ষ্ট সময়, সোশ্যাল ডিস্ট্যানসিং আর স্যানিটাইজার শাসনের পর ফের একবার ছন্দে এলো বৈশাখী আমেজ (Poila Boishakh 2022)। উদ্বেগ কাটিয়ে উৎসবের মেজাজে গোটা বাংলা। প্রতীকী ছবি।