স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, শুক্রবার কোচবিহার ১ নং ব্লকের চান্দামারি এলাকার কলাভাঙা নদীতে দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার হওয়া ব্যক্তির নাম নাম সঞ্জিত দত্ত। তিনি পেশাগত ভাবে একজন স্থানীয় ব্যবসায়ী। চান্দামারি বাজারে একটি দোকান রয়েছে তাঁর।
আরও পড়ুন:
গতকাল বিকেলে নদীতে বাঁশের সাঁকোর নীচে ওই ব্যবসায়ীর সাইকেল উদ্ধার হয়। তারপরেই সন্দেহ হয় সকলের। এদিন সকালে পরিবারের লোকজন ও স্থানীয় মানুষেরা নদীতে নেমে কচুরিপানার নীচ থেকে তাঁর দেহ উদ্ধার করেন।”
advertisement
আরও পড়ুন: চিনা সিক্রেট ফাঁস! চাইনিজ টোটকায় ঘন-কালো-লম্বা চুল! জানুন তৈরি ও ব্যবহারের পদ্ধতি!
স্থানীয়রা অনুমানের ভিত্তিতে জানিয়েছেন, বুধবার রাতে দোকান করে বাড়ি ফেরার পথে ওই ব্যবসায়ী সম্ভবত সাঁকো থেকে নদীতে পড়ে যান। কয়েক বছর আগে গ্রামের কলাভাঙা সেতুটি ভেঙে যাওয়ার পর নতুন পাকা সেতু এখনও পর্যন্ত হয়নি সেখানে। এই বিষয় নিয়ে একরাশ ক্ষোভ উগরেদেন স্থানীয়রা। এভাবে অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে বিপদ্দজনক ভাবে চলাচল করতে গিয়েই প্রাণ দিয়ে মাশুল দিতে হয়েছে সেই ব্যক্তিকে।
Sarthak Pandit