TRENDING:

Bangla News: মালদহে অবহেলায় পড়ে ৪০০ বছর পুরনো মূর্তি, সংরক্ষণের দাবি পুরাতত্ত্ববিদদের

Last Updated:

মূর্তিটি উদ্ধারের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল পূজা-অর্চনা (Bangla News)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: অবহেলায়, অযত্নে পড়ে রয়েছে প্রাচীন যুগের বিষ্ণু মূর্তি (Bangla News)। দীর্ঘ প্রায় এক বছর ধরেই মালদহ জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রঞ্জিতপুর গ্রামের ফাঁকা মাঠে পড়ে রয়েছে প্রাচীন এই মূর্তিটি (Bangla News)। একটি উঁচু জমি ডিপির মধ্যে টমেটো চাষের সময় কৃষকের কোদালে লেগে উঠে এসেছিল প্রাচীন এই মূর্তিটি। প্রথমদিকে, মূর্তিটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে উন্মাদনা দেখা দেয়। মূর্তিটি উদ্ধারের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল পূজা-অর্চনা (Bangla News)।
Bangla News
Bangla News
advertisement

তার পর ধীরে ধীরে স্থানীয়রাও ভুলতে বসেছে এই মূর্তিটিকে। বর্তমানে যে জমিতে মূর্তিটি পড়ে রয়েছে তাঁর মালিক নিয়মিত সন্ধ্যায় পুজো দেন মূর্তিটি। দীর্ঘ এক বছর ধরে খোলা আকাশের নীচে মূর্তিটি পড়ে রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে মূর্তিটি উদ্ধার বা সংরক্ষণের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার শাখা অফিস রয়েছে মালদায়। এই দফতরের পক্ষ থেকেও এখনও কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি মূর্তিটি সেখান থেকে উদ্ধার বা সংরক্ষণের বিষয়ে। খোলা আকাশের নীচে এই ভাবে মূর্তিটি অবহেলায় পড়ে থাকলে নষ্ট বা চুরি হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও জেলার পুরাতত্ত্ববিদেরা।

advertisement

আরও পড়ুন: অস্কারের মঞ্চে চড়কাণ্ড, ক্রিস রকের কাছে ক্ষমা চাইলেন উইল স্মিথ

রঞ্জিতপুর গ্রামের বাসিন্দা সুনীল মার্ডি তাঁর নিজের জমিতে টম্যাটো চাষ করেছিলেন। টম্যাটো গাছের খোঁড়া দিতে গিয়ে কোদালে লেগে উঠে আসে প্রাচীন এই মূর্তিটি। তিনি বলেন, 'যখন মূর্তি উদ্ধার হয়েছিল সে সময় এখানে পুলিশ এসেছিল। মূর্তিটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা গ্রামের বাসিন্দারা মূর্তিটি নিয়ে যেতে দিইনি। তারপর থেকে এখানে এটি পুজো করা হয়।' মালদা জেলার পুরাতত্ত্ববিদেরা জানান, মূর্তিটি প্রায় অনুমানিক ৩০০ থেকে ৪০০ বছরের পুরনো।

advertisement

আরও পড়ুন: দেব-শুভশ্রীর চুমুর ছবি ভাইরাল, ভালো খবর দিলেন 'ধূমকেতু' প্রযোজক!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাঁদের কথায় বাংলায় সেন ও পাল আমলের এই মূর্তিটি হতে পারে। মালদা জেলার হবিবপুর ব্লকে পাল যুগের বৌদ্ধবিহার রয়েছে। সেই সময়কার এই মূর্তিটি এমনটাই ধারণা জেলার পুরাতত্ত্ববিদের। এই মূর্তিটি একটি খিলান। একই লাইনের মধ্যে বিষ্ণুর দশ অবতার দেখানো হয়েছে। তবে উদ্ধার হওয়া মূর্তিটি ছয়টি অবতার দৃশ্যমান। বাকি চারটি ভেঙে গিয়েছে। প্রাচীন এই মূর্তিটি বহুমূল্য এবং এটি ইতিহাস সাক্ষী বহন করছে। তাই জেলার পুরাতত্ত্ববিদ লাল চাইছেন, জেলা প্রশাসন বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দ্রুত মূর্তিটির সংরক্ষণ করা হোক।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: মালদহে অবহেলায় পড়ে ৪০০ বছর পুরনো মূর্তি, সংরক্ষণের দাবি পুরাতত্ত্ববিদদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল