Will Smith to Chris Rock: অস্কারের মঞ্চে চড়কাণ্ড, ক্রিস রকের কাছে ক্ষমা চাইলেন উইল স্মিথ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
লাইভ অনুষ্ঠান চলাকালীন সঞ্চালক ক্রিস রককে সপাটে চড় মেরে সকলকে হতবাক করে দিয়েছিলেন স্মিথ (Will Smith to Chris Rock)।
#কলকাতা: রবিবার রাতে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত অস্কার ২০২২-এর মঞ্চে গোটা বিশ্বের নজর কেড়েছে চড়কাণ্ড (Oscars 2022)। লাইভ অনুষ্ঠান চলাকালীন সঞ্চালক ক্রিস রককে সপাটে চড় মেরে সকলকে হতবাক করে দিয়েছিলেন স্মিথ (Will Smith to Chris Rock)। চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের 'ভুল' স্বীকার করে সেই ঘটনার জন্য ক্ষমা চাইলেন উইল স্মিথ (Will Smith to Chris Rock)।
ইনস্টাগ্রাম পোস্টে অভিনেতা লেখেন,'ক্রিস, আমি তোমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমি সীমা লঙ্ঘন করেছি, আমি ভুল করেছি। আমি খুব লজ্জিত, আমি যেমন মানুষ হতে চাই তার সঙ্গে ওই কাজের কোনও সাযুজ্য নেই'। তিনি আরও বলেছেন, 'হিংসা মাত্রই ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। গত রাতের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না, ক্ষমাহীন অপরাধ করেছি। কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু জেডার শারীরিক অবস্থা নিয়ে মজা করা আমার পক্ষে সহ্য কঠিন ছিল এবং আমি আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলাম, যা ঠিক হয়নি।'। স্ত্রী জেডার অ্যালোপেশিয়া রোগ রয়েছে। (Will Smith to Chris Rock)
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: সংখ্যাতত্ত্বে ২৯ মার্চ; দেখে নিন কেমন যাবে আপনার আজকের দিন
স্মিথ আরও লিখছেন, 'আমার এই ব্যবহার বিশ্ব জুড়ে যাঁরা দেখেছেন, তাঁদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমাপ্রার্থী অ্যাকাডেমি, অনুষ্ঠানের প্রযোজক এবং সব অংশগ্রহণকারীর কাছে। উইলিয়ামস পরিবার এবং কিং রিচার্ড পরিবারের কাছেও অপরাধ কবুল করছি। অস্কারের আলোকজ্জ্বল মঞ্চে আমার এ হেন আচারণ একটি দাগ ফেলে গিয়েছে। যা ক্ষমাহীন অপরাধ।' অস্কারের মঞ্চে এমন নজিরবিহীন ঘটনার পরে 'কিং রিচার্ড' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে সম্মানিত হন স্মিথ।
advertisement
শারীরিক অসুস্থতা নিয়ে মজা সহ্য করতে না পেরে আবেগের বশেই এই কাজ বলে দাবি উইল স্মিথের। চড়কাণ্ডের পরই অস্কার কমিটির তরফে আনুষ্ঠানিকভাবে গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু হয়, স্মিথের অস্কার ছিনিয়ে নেওয়ার আশঙ্কাও করছিলেন কেউ কেউ, এইসবের মাঝেই নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন উইল স্মিথ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2022 12:56 PM IST