যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্না শুরু করে সেই বাচ্চা মেয়েটি। সেই কান্নার আওয়াজ দূর থেকে শুনতে পেয়ে এলাকার বাসিন্দারা ছুটে আসে দাদু পালিয়ে যায়। বাড়িতে গিয়ে ছোট্ট মেয়েটি পুরো ঘটনা তাঁর মাকে খুলে বলে। ১৯ অক্টোবর ২০২০ সালে এই ঘটনায় অভিযোগ দায়ের হয় এনজিপি থানায়।
আরও পড়ুন: ট্রেনের চাকায় লেগে মহিলার দেহাংশ, লেগে এক টুকরো ওড়নাও! নদিয়ার স্টেশনে কী মারাত্মক দৃশ্য
advertisement
তারপর গ্রেফতার করা হয় সেই ব্যক্তিকে। এত বছর পর শুক্রবার ২১ মার্চ ২০২৫-এ জলপাইগুড়ি জেলা আদালতে সাজা ঘোষণা হয় সেই অভিযুক্তের। অভিযুক্ত দাদুকে ২০ বছরের সাজা ঘোষণা করল বিশেষ পক্সো আদালতের বিচারক।
আরও পড়ুন: কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, চলবে টানা ৩ দিন! কালবৈশাখীর সতর্কতা কোন কোন জেলায়? আবহাওয়ার বড় খবর
এই বিষয় নিয়ে সরকারি আইনজীবী তিনি জানান, ‘২০ বছরের সাজা ঘোষণা বিশেষ পক্সো আদালতের। ২০২০ সালের এনজেপি থানার একটি মামলায় জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালতে এই সাজা ঘোষণা। নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় এই রায়দান। সম্পর্কে দাদু নাতনি বলে জানা যায়।’
সুরজিৎ দে