TRENDING:

Bangla News: একেই বলে নিয়তি! চিকিৎসা করাতে হাসপাতালের গেটে পৌঁছেও যা ঘটল বৃদ্ধের সঙ্গে, শিউরে উঠবেন শুনে!

Last Updated:

Bangla News: চিকিৎসা করাতে এসেছিলেন ৬০ বছর বয়সি এক ব্যক্তি। টোটো করে যাওয়ার পথেই টোটো থেকে পড়ে যান। মুহূর্তেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিনহাটা: জেলা কোচবিহারে দিনহাটা মহকুমা এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয়রা। চিকিৎসা করাতে এসেছিলেন ৬০ বছর বয়সি এক ব্যক্তি। টোটো করে যাওয়ার পথেই টোটো থেকে পড়ে যান তিনি। মুহূর্তেই ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
দুর্ঘটনস্থলে ভিড় সাধারণ মানুষের
দুর্ঘটনস্থলে ভিড় সাধারণ মানুষের
advertisement

ঘটনাটি ঘটেছে দিনহাটা শহর সংলগ্ন গোপালনগর বোর্ডিংপাড়া রোড এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় স্থানীয় মানুষের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ।

আরও পড়ুন: ‘মেড ইন ইন্ডিয়া’-খ্যাত আলিশা চিনয়ের জীবনে এমন ‘সর্বনাশ’ করেন অনু মালিক? সেই থেকে গান গাওয়া বন্ধ! জানলে শিউরে উঠবেন

স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, এই এলাকায় নিয়মিতভাবে মাটি ও পাথর বোঝাই ট্রাক যাতায়াত করে। দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার আশঙ্কা ছিল এই ট্রাকগুলি থেকে। তবে এই বিষয় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন এক ব্যক্তি তাঁর ছেলে নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন। টোটো করে যাওয়ার পথে সেই ব্যক্তি অসুস্থ হয়ে টোটো থেকে পড়ে যান। আর মুহূর্তে একটি ট্রাক পিষ্ট করে দেয় সেই ব্যক্তিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই ব্যক্তির। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাঁরা এই বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং রাস্তার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন।

advertisement

View More

আরও পড়ুন: চলে যেতে পারে দৃষ্টিশক্তি! চোখে স্ট্রোক হয় জানেন তো? কীভাবে বাঁচবেন জানুন

দিনহাটা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনহাটার সিতাই এলাকার বাসিন্দা হুমায়ূন প্রামাণিক। তাঁর ৬০ বছর বয়সি বাবা বাবলু প্রামাণিক তাঁকে নিয়ে চিকিৎসার জন্য এসেছিলেন। রাস্তায় বাবলু প্রামাণিক অসুস্থ হয়ে টোটো গাড়ি থেকে পড়ে যান। সেই সময় দ্রুতগতিতে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

advertisement

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কোচবিহারে। এছাড়া ট্রাকটিকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই ট্রাক চালকের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। তবে এভাবে দ্রুত গতিতে এবং বেপরোয়া ভাবে ট্রাক চালানোর বিষয়ে সরব হয়েছেন এলাকার স্থানীয়রা। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং কড়া পুলিশি পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা।

সেরা ভিডিও

আরও দেখুন
মানবতার জয়গান রক্তদানের আহ্বান! ঘাটালে কালীপুজোর থিমে অভিনব ভাবনা
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: একেই বলে নিয়তি! চিকিৎসা করাতে হাসপাতালের গেটে পৌঁছেও যা ঘটল বৃদ্ধের সঙ্গে, শিউরে উঠবেন শুনে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল