রেল লাইনের উপর সেই লাল কাপড়ে জড়ানো রয়েছে সদ্যোজাতের দেহ। সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়। কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
আরও পড়ুন: মুহূর্তে ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি, তোলপাড় হবে বাংলার ৭ জেলা! আবহাওয়ার বড় আপডেট
advertisement
স্থানীয়দের অনুমান, ঘটনাস্থলের পাশেই মেডিক্যাল কলেজ-সহ একাধিক নার্সিংহোম রয়েছে। সেখান থেকেই দেহটি ফেলা হতে পারে।স্থানীয় এক বাসিন্দা অভিরাম সূত্রধর জানান, রেললাইন পার হওয়ার সময় পাশেই একটি লাল কাপড় দেখতে পায়। তার পাশেই পড়েছিল একটি ব্যাগ।
এরপর স্থানীয় দোকানদারদের ডেকে এনে বিষয়টি জানায়। তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। তাদের অনুমান সদ্যোজাত মারা যাওয়ার পর কেউ বা কারা এইভাবে ফেলে গিয়েছে। পাশেই জেলা হাসপাতাল এবং নার্সিংহোম রয়েছে।
আরও পড়ুন: অনলাইন বা দূরশিক্ষায় ৫ বিষয় কোনওভাবেই পড়ানো যাবে না, ইউজিসির বড় নির্দেশিকা! ছাত্রছাত্রীরা জানুন
স্থানীয় এক বাসিন্দা দুর্গা পাল বলেন, “মারা যাওয়ার পর দেহটিতে মাটি দিতে পারত। এইভাবে ফেলাটা উচিত হয়নি। কুকুর বা কাকে দেহটি ঠুকরে খেতে পারে। আশপাশে হাসপাতাল নার্সিংহোম রয়েছে সেখান থেকে কেউ দেহটি এখানে ফেলেছে।” এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশের আধিকারিকরা। এরপর দেহটি উদ্ধার করে নিয়ে নিয়ে যায় পুলিশ।