ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা বলে সূত্রের খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,রেল স্টেশন সংলগ্ন এলাকার একটি মুদি দোকান থেকে জিনিসপত্র কিনছিলেন ওই যুবক। সেই সময় রসিদুল রহমান নামে এক ব্যক্তি ওই যুবকের জামাকাপড় ধরে বারংবার টানাটানি করে।এমনকি তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে বিনয় রায় প্রতিবাদ জানালে রসিদুল আচমকাই বিনয়ের উপর হামলা চালায়। বিনয়ের কান কামড়ে ধরলে কানের উপরের অংশ ছিঁড়ে যায়।
advertisement
আশেপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে বিনয়কে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিকে ঘটনার কথা জানতে পেরে রাতেই ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। পুলিশ সূত্রে খবর ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
সুরজিৎ দে