TRENDING:

Leopard Attack: গলায় কামড়ে ধরায় পোষা ছাগলের তীব্র চিৎকার, ঘরে ঢুকতেই ভয়ংকর দৃশ্য!

Last Updated:

চিতাবাঘটি ছাগলের ঘরের টিনের বেড়া ভেঙে একটি ছাগলকে ধরে (Leopard Attack)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেটেলি: উত্তরবঙ্গে চিতাবাঘের হানা অব্যাহত। এবার রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ছাগল তুলে নিয়ে গেল চিতাবাঘ (Leopard Attack)। আতঙ্কে ঘুম উড়েছে গোটা এলাকার বাসিন্দাদের। ঘটনাটি মেটেলি ব্লকের খরিয়ার বন্দর জঙ্গল সংলগ্ন বাতাবাড়ি পশ্চিম পশ্চিমপাড়া এলাকায় ঘটেছে (Leopard Attack)। ঘটনায় ওই এলাকায় চিতাবাঘের আতঙ্ক তৈরি হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার রাতে সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গল থেকে একটি বড় চিতাবাঘ খাবারের খোঁজে পশ্চিম পাড়ার জনৈক রিপন আলম-এর বাড়িতে ঢুকে পড়ে। ওই সময় বাড়িতে সবাই ঘুমাচ্ছিলেন।
Leopard Attack
Leopard Attack
advertisement

চিতাবাঘটি ছাগলের ঘরের টিনের বেড়া ভেঙে একটি ছাগলকে ধরে (Leopard Attack)। ছাগলের চিৎকারে বাড়ির লোকজন টের পান। সেখানে এসে দেখতে পান যে, চিতাবাঘটি ছাগল টিকে গলায় ধরে নিয়ে যাচ্ছে। এরপরেই বাড়ির লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা লাঠি সোটা নিয়ে বের হন। ততক্ষনে চিতাবাঘটি ছাগল টিকে ছেড়ে পালিয়ে যায়। যদিও ছাগলটি বুধবার সকালে মারা যায়। রাতেই খবর পেয়ে এলাকায় পৌঁছে যান খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। তাঁরা এসে বাঘের খোঁজে তল্লাশি করলেও চিতাবাঘকে আর পাওয়া যায়নি।

advertisement

ঘরে ঢুকেছিল এই চিতাবাঘটি

আরও পড়ুন: ব্রালেট থেকে উঁকি দিচ্ছে চকচকে চামড়া, ছকভাঙা সাজে অন্য ভূমি!

বুধবার সকালে ঘটনার তদন্তে আসে চালসা রেঞ্জের বনকর্মীরা। রিপন আলম জানান, 'রীতিমতো বাড়িতে ঢুকে যায় চিতাবাঘটি। একটি ছাগলকে মেরেছে। পরিবারকে নিয়ে খুব আতঙ্কে আছি।' ক্ষতিপূরণ-সহ চিতাবাঘ ধরতে এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন তিনি। বনদফতর সূত্রে জানা যায়, নিদিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে। খাঁচা বসানোর বিষয়টিও দেখা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: জাহ্নবীর ওয়ার্ডড্রোবে বসন্ত এসে গেছে... শাড়ির সাজে কী দেখাচ্ছে!

কয়েকদিন আগেই ইন্দো-নেপাল সীমান্ত লাগোয়া মেচী নদীর পাশে চিতাবাঘ দেখা গিয়েছিল। ঘুম ভাঙতেই স্থানীয়দের চক্ষু চড়ক গাছ, গা শিউরে ওঠে। গাছের উপর উঠে বসে ছিল চিতাবাঘটি। নকশালবাড়ির ঘুঘুঝোড়া এলাকায় চিতাবাঘ নিয়ে আতঙ্ক ছড়ায় সেদিন। বহু চেষ্টার পর শেষে গাছ কেটে চিতাবাঘকে উদ্ধার করা হয়। চারপাশ ঘিরে ফেলে স্পেশাল স্কোয়াডের বন কর্মীরা। ধীরে ধীরে জালবন্দী করা হয় চিতাবাঘটিকে। তারপর সেখান থেকে নিয়ে আসা হয় শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

রকি চৌধুরী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Leopard Attack: গলায় কামড়ে ধরায় পোষা ছাগলের তীব্র চিৎকার, ঘরে ঢুকতেই ভয়ংকর দৃশ্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল