TRENDING:

Bangla News: বাঁশ বাগানে কুচকুচে কালো ওটা কী? কাছে ‌যেতেই ভয়ঙ্কর দৃশ্য! মালবাজারে চাঞ্চল্য

Last Updated:

Bangla News: ধূপঝোড়া এলাকায় একটি বাঁশ ঝাড়ের পাশে এই বিরাট কিং কোবরাটি দেখতে পায় এলাকার মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বাঁশ বাগানের ভিতরে কালো কুচকুচে ওটা কী শুয়ে রয়েছে? সামনে যেতেই ভয়ে চক্ষু চড়কগাছ গ্রামবাসীদের। আতঙ্কে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। বাড়ির বাইরে যেতেই ভয় পাচ্ছেন গ্রামবাসীরা।
বাঁশ এমন একটি ঘাস যা নিজের ক্ষত নিজেই সারাতে পারে। বাঁশ কাটলেই নিজে নিজে তা বাড়তে শুরু করে। এর কাছাকাছি একটি ছোট ডাল কাটা হলে তার নতুন পাতা গজাতে শুরু করে। খুব বেশি কাটা হলে এটি দ্রুত বৃদ্ধি পায়।
বাঁশ এমন একটি ঘাস যা নিজের ক্ষত নিজেই সারাতে পারে। বাঁশ কাটলেই নিজে নিজে তা বাড়তে শুরু করে। এর কাছাকাছি একটি ছোট ডাল কাটা হলে তার নতুন পাতা গজাতে শুরু করে। খুব বেশি কাটা হলে এটি দ্রুত বৃদ্ধি পায়।
advertisement

জলপাইগুড়ির মালবাজার মহকুমার মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়া থেকে উদ্ধার হয় ১৪ ফিটের একটি কিং কোবরা। জানা গিয়েছে, এদিন ধূপঝোড়া এলাকায় একটি বাঁশ ঝাড়ের পাশে এই বিরাট কিং কোবরাটি দেখতে পায় এলাকার মানুষ। তড়িঘড়ি চালসার সর্পপ্রেমী দিবস রাইকে খবর দেয় স্থানীয়রা।

advertisement

আরও পড়ুন: বিজেপির একজনও নেই, ১১ মহিলা সাংসদ নিয়ে সংসদে মমতার ‘টিম’! নতুন মুখ ৫

লোকজনের চিৎকার চেঁচামেচিতে কিং কোবড়াটি বাঁশ ঝাড়ের ভিতরে আশ্রয় নেয়। এরপর অনেক চেষ্টার পর বন দফতরের সহযোগিতায় কিং কোবরাটি উদ্ধার করে খাঁচা বন্দি করেন দিবস রাই।

advertisement

আরও পড়ুন: বৃহস্পতিতে রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশ! কখন রেজাল্ট আউট? ‘ফাইনাল আনসার কি’ মিলিয়ে আজই দেখুন নম্বর

সামনেই যেহেতু গরুমারা জঙ্গল, তাই মনে করা হচ্ছে গরুমারা জঙ্গল থেকেই লোকালয়ে এসেছিল এত বড় সাপটি। কিন্তু একের পর এক কিং কোবরা সাপটি উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছে এলাকার মানুষজন।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

সুরজিৎ দে

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: বাঁশ বাগানে কুচকুচে কালো ওটা কী? কাছে ‌যেতেই ভয়ঙ্কর দৃশ্য! মালবাজারে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল