ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ ও জিআরপি। জানা গিয়েছে, শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি ছিলেন মৃত অরুণ মিশ্রা। মৃতের বাড়ি শিলিগুড়ির মিলনপল্লীতে। কীভাবে মৃত্যু? বাড়ছে রহস্য।
মৃতদেহ দেখে প্রথমে বোঝা যায়নি। পরে চেনা গিয়েছে। মৃতের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। মাঝে মাঝে এসে ফোন করতেন। এলেই তিনি ফোন করতেন। কী হয়েছে, কীভাবে মৃত্যু বলতে পারব না, মত স্থানীয় বাসিন্দা রতন রায়ের। অন্যদিকে, পরিচিত আরেক আইনজীবীর দাবি, ‘সরকারি আইনজীবী ছিলেন তিনি। পুলিশ এসেছে। উনি আত্মহত্যা করবেন তা বিশ্বাসযোগ্য নয়। কী কারণ পুলিশ দেখছে। ভাল স্বভাবের মানুষের মৃত্যু আত্মহত্যা করবে তা মনে হয় না’।
advertisement
অন্যদিকে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যা করেই এই মৃত্যু বলে প্রাথমিক অনুমান পুলিশ ও জিআরপির।