TRENDING:

Bangla News: মাঝরাতে BJP নেতার বাড়িতে পোড়া গন্ধ, হঠাৎ জ্বলল দাউদাউ করে! যা ঘটল, অবিশ্বাস্য

Last Updated:

Bangla News: পরিবারের সদস্যদের অভিযোগ, রবিবার গভীর রাতে আনুমানিক ২:৩০ নাগাদ কে বা কারা বিজেপি পঞ্চায়েত সদস্য মহঃ আলমের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধূরী, ধূপগুড়ি: গভীর রাতে বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন, চাঞ্চল্য ধূপগুড়ির বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দামবাড়ি এলাকায়। রাতের অন্ধকারে ভস্মীভূত হল একটি ঘর, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ।
কী মারাত্মক (প্রতীকী চিত্র)
কী মারাত্মক (প্রতীকী চিত্র)
advertisement

পরিবারের সদস্যদের অভিযোগ, রবিবার গভীর রাতে আনুমানিক ২:৩০ নাগাদ কে বা কারা বিজেপি পঞ্চায়েত সদস্য মহঃ আলমের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। সেই সময় গভীর নিদ্রায় ছিলেন গোটা পরিবারের লোকেরা। আচমকা পরিবারের সদস্যের নাকে পোড়া গন্ধ উড়ে আসে। তখনই তারা চমকে ওঠেন।

আরও পড়ুন: ১০ মাস পর জেলের বাইরে অর্পিতা! গেলেন কোথায়? টাকা কার? উত্তরে চমকে দেওয়া প্রতিক্রিয়া

advertisement

ঘরের বাইরে এসে দেখতে পায়, পাশের আরেকটি ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গেসঙ্গে বিষয়টি ধূপগুড়ি দমকল কেন্দ্রে জানানো হয়। কিন্তু দমকল বাহিনীকে ফোন করলেও ফোন তোলেনি বলে অভিযোগ। যদিও স্থানীয়দের সহযোগিতায় পাম্প সেট দিয়ে পুকুরের জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: রাজ্য জুড়ে একের পর এক মৃত্যু, বিরাট ঘটনা ঘটে গেল বর্ধমানে! অভিযানে পুলিশ

advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি থানার পুলিশ। যদিও পরিবারের অভিযোগ, রাতের অন্ধকারে আগুন লাগানো হয়েছে। কিন্তু কে বা কারা এই আগুন লাগিয়েছে, এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্তের পরেই জানা যাবে আসল কারণ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: মাঝরাতে BJP নেতার বাড়িতে পোড়া গন্ধ, হঠাৎ জ্বলল দাউদাউ করে! যা ঘটল, অবিশ্বাস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল