পরিবারের সদস্যদের অভিযোগ, রবিবার গভীর রাতে আনুমানিক ২:৩০ নাগাদ কে বা কারা বিজেপি পঞ্চায়েত সদস্য মহঃ আলমের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। সেই সময় গভীর নিদ্রায় ছিলেন গোটা পরিবারের লোকেরা। আচমকা পরিবারের সদস্যের নাকে পোড়া গন্ধ উড়ে আসে। তখনই তারা চমকে ওঠেন।
আরও পড়ুন: ১০ মাস পর জেলের বাইরে অর্পিতা! গেলেন কোথায়? টাকা কার? উত্তরে চমকে দেওয়া প্রতিক্রিয়া
advertisement
ঘরের বাইরে এসে দেখতে পায়, পাশের আরেকটি ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গেসঙ্গে বিষয়টি ধূপগুড়ি দমকল কেন্দ্রে জানানো হয়। কিন্তু দমকল বাহিনীকে ফোন করলেও ফোন তোলেনি বলে অভিযোগ। যদিও স্থানীয়দের সহযোগিতায় পাম্প সেট দিয়ে পুকুরের জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: রাজ্য জুড়ে একের পর এক মৃত্যু, বিরাট ঘটনা ঘটে গেল বর্ধমানে! অভিযানে পুলিশ
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি থানার পুলিশ। যদিও পরিবারের অভিযোগ, রাতের অন্ধকারে আগুন লাগানো হয়েছে। কিন্তু কে বা কারা এই আগুন লাগিয়েছে, এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্তের পরেই জানা যাবে আসল কারণ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।