হাসপাতাল চত্বরেই কর্তৃপক্ষের দেওয়া একটি হল ঘরে চালু হল এই প্রকল্প। উল্লেখ্য, বালুরঘাট জেলা হাসপাতালের দশতলা ভবনে সামনেই মা ক্যান্টিন থেকে দুপুরের খাবার পাচ্ছেন সাধারণ মানুষ-সহ রোগীর পরিজনেরা।দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চিকিৎসা পরিষেবা বলতে বালুরঘাট হাসপাতালের উপর নির্ভরশীল জেলার সিংহভাগ মানুষই। এর ফলে হাসপাতালে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার রোগী-সহ তাদের পরিজনেরা এসে থাকেন।
advertisement
আরও পড়ুন: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় HR পদে নিয়োগ, আজই আবেদন করুন
পাশাপাশি, সুপার স্পেশ্যালিটি হাসপাতালের আশপাশে খাবার দোকান হোটেল না থাকার ফলে দূরে যেতে হয় খাবার আনতে। খাবারের খরচও বেশি হওয়ার ফলে যথেষ্টই বেগ পেতে হত রোগীর পরিজনদের। এমনকী বাইরে খাবারের দাম বেশি হওয়ার ফলে অনেকেই না খেয়েই দিন কাটিয়ে দিত। হাসপাতাল চত্বরে মা-ক্যান্টিন খোলার পর থেকে সেই সমস্যায় পড়তে হচ্ছেনা রোগী-সহ তাদের পরিজনদের। পৌরসভার পক্ষ থেকে জানা যায়, সেই সমস্যা সুরাহা করতেই বালুরঘাট পুরসভার উদ্যোগে জেলা হাসপাতাল চত্বরে চালু করা হয়েছে মা ক্যান্টিন পরিষেবা।
আরও পড়ুন: তীব্র গরমের মাঝেই স্বস্তির খবর, আট জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি!
পৌরসভার পক্ষ থেকে এই ধরনের পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষরা। হাসপাতাল চত্বর সামান্য দূরত্বে বেশ কিছু খাওয়ার দোকান থাকলেও এই দোকান থেকে কিনে খাওয়ার মতো সাধারণ মানুষদের আর্থিক অবস্থা নেই বললেই চলে। হাসপাতাল চত্বরে মা-ক্যান্টিন পরিষেবা চালু হওয়ার পর থেকে এই সমস্ত সাধারণ রোগীর পরিজনেরা ৫ টাকার বিনিময়ে পেট ভর্তি খাবার পাচ্ছে। এছাড়া বালুরঘাট জেলা হাসপাতালে আউটডোর বিভাগে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ পরিষেবা নিতে আসে।
এ সমস্ত রোগী-সহ পরিজনেরা খেতে অনেকটাই দূরে যেতে হত কিংবা বেশি টাকার বিনিময়ে দোকান থেকে খাবার কিনে খেতে হতো। এইখানে দাঁড়িয়ে মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেট ভর্তি খাবার পেয়ে খুশি রোগী সহ পরিজনেরা। বিগত প্রায় ছয় মাস যাবত বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে সফলভাবে পরিষেবা দিয়ে আসছে মা-ক্যান্টিন।
সুস্মিতা গোস্বামী