এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১নং ব্লকের অন্তর্গত ছাট ভেলাকোপা এলাকায়। এদিন জমিতে কাজে যাওয়ার সময় জমির পাশে থাকা একটি বাঁশের ঝাড়ের একটি মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। দ্রুত খবর পাঠানো হয় তুফানগঞ্জ থানায়।
আরও পড়ুন: খালি পেটে এই খাবারগুলি শরীরের জন্য ‘বিষ’! না জেনে আর মুখেও তুলবেন না, জানুন চিকিৎসকের পরামর্শ
advertisement
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “এদিন স্থানীয় এক ব্যক্তি জমিতে চাষ করতে যাওয়ার সময় জমির পাশে থাকা একটি বাঁশঝাড়ে একটি মৃতদেহ দেখেন। তিনি দেখেন গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলছে একটি ওই মৃতদেহটি। তখন ভয়ে ওই ব্যক্তি চিৎকার শুরু করে দেন। তাঁর চিৎকারে এলাকার আরোও বেশ কিছু মানুষ ছুটে আসেন। দ্রুত খবর পাঠানো হয় তুফানগঞ্জ থানায়। পরে মৃতদেহের পরিচয় জানা যায়। মৃতের নাম আজিমুদ্দিন শেখ। তুফানগঞ্জ থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।”
আরও পড়ুন: গোঁফ-দাঁতযুক্ত মিষ্টিজলের হাঙর, অনেকেই বোয়াল মাছ ছুঁয়েও দেখেন না, আপনি খান? গুণ জানলে চমকে যাবেন!
পুলিশ সূত্র জানতে পারা গিয়েছে, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কোচবিহারে। ময়নাতদন্তের পর বিস্তারিত বিষয়টি জানতে পারা যাবে।” তবে ইতিমধ্যেই ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে রহস্য দানা বাঁধতে শুরু করেছে।
Sarthak Pandit
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F