TRENDING:

Bangla News: মাথায় হেলমেট, এই ভুটভুটি চালকের কাণ্ড দেখে অবাক সকলে

Last Updated:

Bangla News: সড়কের উপর দেখা দেয় হেলমেট বিহীন বাইক আরোহী। দুই চাকা থাকা সত্ত্বেও নির্ভয়ে হেলমেট ছাড়াই বাইক চালান অনেকে। এবারে সেই হেলমেট বিহীন বাইক আরোহীদের সতর্কবার্তা দিতে দেখা দিল মালদহে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদা: রোজগারের তাগিদে তিন চাকায় করে মাল বয়ে চলেছেন বয়স ৫৪’র সিরাজুল শেখ। প্রায় ১৫ বছর ধরে একই ভাবে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি। কখনও ভারী মাল নিয়ে আবার কখনও খালি গাড়ি নিয়ে ভ্রমণ চলছে তার। দিনে প্রায় হাজার টাকা ইনকাম করে রোজগারেরও পথ দেখাচ্ছেন তিনি। টাকা আয় হলেও বাড়িতে খাওয়ার জন্য ফিরতে হয়। তাই, তিনি সুরক্ষিতভাবে বাড়ি ফিরতে খোলা এই তিন চাকা গাড়িতে পড়ছেন হেলমেট। হেলমেট যে কতটা উপকারী তা জানালেন তিনি, তিন চাকায় করে ভ্রমণের সময় বহুবার পথ দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে তাকে। বহুবার প্রাণে বেঁচেছেন। তাই আজকে হেলমেট পড়তে হচ্ছে।
advertisement

আরও পড়ুনঃ ফের কোভিড উদ্বেগ, করোনার এই নয়া ভাইরাস JN1 ঠিক কতটা ভয়ঙ্কর? কী কী উপসর্গ থাকলেই সতর্ক হবেন? জানুন বিশেষজ্ঞের পরামর্শ

মালদহের কালিয়াচক থানার কালিকাপুর কবিরাজ পাড়ার বাসিন্দা সিরাজুল শেখ এখন বয়স হয়েছে ৫৪ বছর। শুধু মালদহ জেলা নয়, পাশের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদেও মাল বহন করেন তিনি। তিনি বলেন, “আমার মাথায় এই হেলমেট বহু মানুষকে অনুপ্রেরণা যোগাবে। আগে আমি তিন চাকার রিক্সা চালাতাম। প্রায় ১৫ বছর থেকে আমি যান চলাচলের সঙ্গে যুক্ত। নিজেই এই মাল গাড়ি চালিয়ে জেলার বিভিন্ন প্রান্তে সফর করতে হয়। কখনও জাতীয় সড়ক ধরে আবার কখনও রাজ্য সড়কের উপর দিয়ে চলতে হয়। দিনে প্রায় ৬০ কিঃমিঃ থেকে ১০০ কিঃমিঃ পর্যন্ত দূরত্বের সফর করতে হয়। তাই হেলমেট এর প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ।”

advertisement

তার এমন কীর্তি দেখে হাস্যকর মন্তব্য করেন অনেকেই। কিন্তু তিনি যে সমাজের মধ্যে একটি সচেতনামূলক বার্তা তুলে ধরছেন তা থেকে অজ্ঞাত অনেকেই। রাস্তাঘাটে প্রায় হেলমেট বিহীন বাইক আরোহী দেখা যায়। অনেক সময় পুলিশ প্রশাসনের নজরে এলে জরিমানা করা হয় তাদের। তারপরও তারা সচেতন হন না। আর সেই ভুলের কারণেই প্রাণ হারাতে হয় অনেককেই।

advertisement

View More

আরও পড়ুনঃ ‘ভুল’ ব্রেকফাস্ট হুড়মুড়িয়ে বাড়াচ্ছে কোলেস্টেরল! সকালে খান এই ৪ খাবার, শরীর থেকে ছেঁটে ফেলবে চিপচিপে পদার্থ

রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় হেলমেটহীন বাইক আরোহী। যারা বাইক চালকের পিছনে বসে থাকেন তাদের এমনকি যারা বাইক চালান তাদের মাথাতেও হেলমেট থাকে না। যার ফলে পথ দুর্ঘটনার কবলে পড়েন বাইক আরোহীরা। এমনকি অনেক সময় পথ দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীদের। তাই সমাজের মধ্যে খোলা তিন চাকা গাড়ি নিয়ে সচেতন মূলক বার্তা দিয়ে কাজ করে চলেছেন সিরাজুল শেখ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জিএম মোমিন

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: মাথায় হেলমেট, এই ভুটভুটি চালকের কাণ্ড দেখে অবাক সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল