TRENDING:

Khuti Puja : থিম 'লক্ষ্মী পেঁচা'! ৬৬তম বর্ষে বালুরঘাট উত্তমাশা ক্লাবের খুঁটিপুজো

Last Updated:

Khuti Puja- হাতে মাত্র আর কিছু দিন৷ উমা আসছে বলে কথা, আর সেই কারণেই তো দক্ষিণ দিনাজপুর জেলার পাল পাড়ার শিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মতো বেড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : হাতে মাত্র আর কিছু দিন৷ উমা আসছে বলে কথা, আর সেই কারণেই তো দক্ষিণ দিনাজপুর জেলার পাল পাড়ার শিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মতো বেড়েছে। প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপসজ্জার শিল্পী সকলেই খুব ব্যস্ত। দারুণ ব্যস্ততার মধ্যে সময় কাটছে সকলের।
advertisement

আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে বালুরঘাট শহরের উত্তমাশা ক্লাব কর্তৃপক্ষ খুঁটি পুজোর আয়োজন করল। ৬৬ তম বর্ষে দুর্গা পুজোর প্যান্ডেলের মধ্য দিয়ে লক্ষ্মী পেঁচাকে ফুটিয়ে তুলতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার উত্তমাশা ক্লাব। পুরোহিতের মন্ত্র উচ্চারণ ও ঢাকঢোল বাজিয়ে এদিন ধুমধাম সহকারে এদিন ক্লাবের খুঁটি পুজো করা হয়।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর এই ক্লাবের পুজোর বাজেট রাখা হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা। এদিন এই খুঁটি পুজো উপলক্ষে ক্লাবের সদস্যদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। বালুরঘাট শহরের ঐতিহ্যবাহী ও বিগ বাজেট পুজোগুলোর মধ্যে অন্যতম হল উত্তমাশা ক্লাবের দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই রীতিমত তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ক্লাবের মাঠ প্রাঙ্গনে। কোনও রকম খামতি রাখছে না পুজো মণ্ডপ কমিটি।

advertisement

আরও পড়ুন- রাজ্যে ফের দুর্ঘটনার মুখে ট্রেন! কামরা থেকে বিপুল ধোঁয়া, আতঙ্কে ট্রেন থেকে লাফ যাত্রীদের

View More

গত বছরের মতো এবছরও রং বেরঙের আলোর ঝলকানিতে সকলের কাছে তাক লাগান মানুষের মন জয় করা এক থিম নিয়ে আসতে চলেছে এই ক্লাব। ইতিমধ্যেই এদিন খুঁটি পুজোর মধ্যে দিয়েই শারদোৎসবের প্রস্তুতি নিয়েছেন উত্তমাশা ক্লাব উদ্যোক্তারা। এদিনের খুঁটি পুজোয় হাজির ছিলেন ক্লাবের পদাধিকারী থেকে অন্যান্য সদস্যরা।

advertisement

গত বেশ কিছু বছর ধরেই জেলার পুজোগুলিতেও দেখা যাচ্ছে থিমের ঘটা। নজরকাড়া ও চোখ ধাঁধান থিম মন জয় করছে দর্শনার্থীদের। পুজো মণ্ডপ গুলি গড়ে উঠছে বিশেষ কোনও ভবনের প্রতিরূপ বা সামাজিক কোনও থিমে। পাশাপাশি পূর্বের পুজোগুলোর মত চলতি বছরের তাঁদের এই পুজো গোটা বালুরঘাট শহরবাসীর মন কেড়ে নেবে বলে আশাবাদী হয়েছেন ক্লাব উদ্যোক্তারা। এখন দেখার বালুরঘাট উত্তমাশা ক্লাব কতটা মন জয় করতে পারে দর্শনার্থীদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Khuti Puja : থিম 'লক্ষ্মী পেঁচা'! ৬৬তম বর্ষে বালুরঘাট উত্তমাশা ক্লাবের খুঁটিপুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল