পুরসভা সূত্রে জানা যায়, বালুরঘাট শহরের ১২ টি ওয়ার্ডের নর্দমার কাজের ওয়ার্ক অর্ডার এসেছে। তাতে ১ কোটি ৭৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। তাদের মধ্যে ২৫ নম্বর ওয়ার্ডের বাঘাযোতিন কলোনীর নট্টপাড়া এলাকার নর্দমার কাজের শুভ সূচনা হল। যেখানে প্রায় ১৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। এই এলাকায় প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষের বসবাস।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্ষাকালে বাসিন্দাদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়। কিছুক্ষণের বৃষ্টিতে এক হাঁটু জল জমে যায়। যার মূল কারণ বড় নর্দমার সঙ্গে সংযোগ না থাকা। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা ছিল নর্দমা থাকলেও তার সংযোগ বড় নর্দমার সঙ্গে সংযোগ না হওয়ার ফলে নর্দমার জল উপচে রাস্তার উপরে উঠে আসত। এতে এলাকার মানুষদের সমস্যা লেগেই থাকত। তবে সুরাহা হয় নি কোনদিনই। তবে এদিন বড় নর্দমার সঙ্গে সংযোগের জন্য প্রায় ১৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। এতে এলাকার বাসিন্দারা অনেকটাই উপকৃত হবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: যক্ষ্মা মুক্ত বাংলা গড়তে ১০০ দিনের বিশেষ কর্মসূচি জেলায়
পুরসভার তরফে এজন্য প্রতিটি ওয়ার্ডে নতুন ড্রেন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ড্রেনগুলি তৈরি হলে কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। বেশকিছু এলাকায় ড্রেনের উপর স্ল্যাব নেই, কোথাও আবার জঞ্জাল জমে ড্রেন বন্ধ হয়ে রয়েছে। সেগুলি সংস্কার করা হবে। যাতে শহরের প্রত্যেকটি ওয়ার্ডেই স্থানীয়দের সমস্যা সমাধান হয় সেইদিকে নজর দেওয়া হয়েছে।
সুস্মিতা গোস্বামী





