জানা গিয়েছে, সড়ক পারপার করার সময় একটি দ্রুতগামী গাড়ি ধাক্কায় গুরুতরভাবে আহত হয় চিতাবাঘটি। তারপর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চিতাবাঘটির। পাশাপাশি ওই বিড়ালটিরও মৃত্যু হয়েছে। খবর পেয়ে এদিন বাগডোগরা বন দফতরের কর্মীরা ২টি মৃতদেহ উদ্ধার করেছে। মৃত চিতা বাঘটির ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : শাড়ি থেকে স্টোল, সব এক ছাদের নিচে! পুজোর আগে বাড়ছে ক্রেতাদের ভিড়! কোথায় যেতে হবে?
advertisement
এই বিষয়ে বন দফতরের রেঞ্জার জানিয়েছেন, মৃত বাঘটির বয়স তিন বছর। তবে বাঘটি স্ত্রী নাকি পুরুষ, তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, জাতীয় সড়কের যে জায়গায় দুর্ঘটনা হয়েছে, সেখানে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার নির্ধারিত করা আছে। কিন্তু ওই জায়গায় বারবার দুর্ঘটনা হচ্ছে। যার ফলে মৃত্যু হয়েছে চিতাবাঘটির। পাশাপাশি বিড়ালটিরও মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : রাতের অন্ধকারে গজরাজদের তাণ্ডব! হাতির হানায় মৃত ১, আতঙ্কের পরিবেশ এলাকায়
অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় চার-পাঁচটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ট্রাফিক পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও অনেক চালক বেপরোয়াভাবে গাড়ি চালান। নিয়মের তোয়াক্কা করেন না অনেকে। আবার অনেক সময় হঠাৎ করে রাস্তায় চলে আসে বন্য জীবজন্তু। তখন গাড়ি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ফলে বারবার এমন দুর্ঘটনার ছবি সামনে আসছে।