TRENDING:

Malda News: গরম চামচের ছ্যাঁকা ছোট্ট ভাইঝির শরীরে! কাকিমার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, ফুঁসছে গোটা এলাকা

Last Updated:

শিশুদের খেলা নিয়ে বিবাদ, তার জেরে শিশু কন্যাকে গরম চামচ দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ কাকিমার বিরুদ্ধে এলাকায় চাঞ্চল্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: শিশুদের মধ্যে খেলা নিয়ে বিবাদ। আর সেই বিবাদের জেরে এক শিশুকন্যাকে গরম চামচ দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল কাকিমার বিরুদ্ধে। শরীরের একাধিক জায়গায় ছ্যাঁকা দেওয়া হয়েছে শিশুটিকে। ছোট্ট শিশু বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এমন এক অমানবিক নিষ্ঠুর ঘটনার সাক্ষী থাকল মালদহ শহর।
হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু কন্যা 
হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু কন্যা 
advertisement

রান্না করার চামচ আগুনে গরম করে নয় বছরের শিশুর গোটা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল তারই কাকিমার বিরুদ্ধে। শিশুটির পরিবার ইংরেজবাজার থানায় অভিযোগও করেছে। যদিও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা পিউ অধিকারী বলেন, ‘অভিযুক্ত কাকিমার শাস্তি চাই আমরা। পুলিশ এসেও অভিযুক্তকে গ্রেফতার করেনি। বাচ্চাদের খেলা নিয়ে বিবাদ৷ সেখানে একজন অভিভাবক এই ধরনের ঘটনা ঘটাতে পারে না’। গোটা এলাকা ক্ষোভে ফুঁসছে৷

advertisement

আরও পড়ুনArijit Singh: আদালতে হাজির অরিজিৎ সিং! হঠাৎ কী ঘটল তাঁর সঙ্গে? শুনলে অবাক হবেন

মালদহের ইংরেজবাজার শহরের গান্ধিপার্ক এলাকার ঘটনা। শিশুটির বাবা ও মা জানান গত চার দিন আগে বাচ্চাদের খেলা নিয়ে সামান্য গন্ডগোল হয়। আর তার জেরে নয় বছরের ওই শিশু কন্যাকে চামচ গরম করে গোটা শরীরে ছ্যাকা দেওয়ার অভিযোগ ওঠে তারই কাঠিমার বিরুদ্ধে। ঘটনার পর ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। আতঙ্কে গোটা পরিবারের পাশাপাশি গোটা গান্ধি পার্ক এলাকা। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন গ্রামের মহিলারাও। তাদের অভিযোগ এইরকম নৃশংস ঘটনা তারা দেখেনি। তাদের ছেলেমেয়েরাও খেলা করে পাড়ায়। অভিযুক্ত শাস্তির দাবি তুলছেন আশেপাশের সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চন্দ্রকোনায় রয়েছে বায়ুসেনার ঘাঁটি! গড়ে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, জানুন সেই ইতিহাস
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: গরম চামচের ছ্যাঁকা ছোট্ট ভাইঝির শরীরে! কাকিমার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, ফুঁসছে গোটা এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল